শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৩ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা কুমিল্লার নূর মসজিদ মাদরাসায় একাধিক শিক্ষক নিয়োগ পিআর পদ্ধতি জনতা না চাইলে আমরাও আর দাবী করবো না: শায়েখে চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য: মহাসচিব 

ঝালকাঠীর গালুয়া মাদরাসা’র ১০৩তম বার্ষিক মাহফিল শনি ও রবিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গালুয়া পীর সাহেব হুজুর (রহ.)-এর মাদরাসা গালুয়া এমদাদুল উলুম আশ্রাফিয়া মাদরাসা’র উদ্যোগে ১০৩তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জানা যায়, শনি ও রবিবার ( ১৮ ও ১৯ ফেব্রুয়ারি) ঝালকাঠীর রাজাপুর মাদরাসা ময়দানে এই ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মুফাচ্ছিরে কোরআন শাইখুল হাদিস আল্লামা ইয়াহইয়া মাহমুদ কাসেমী। শায়েখে গালুয়া মাওলানা আব্দুল গাফফার খানের পক্ষ থেকে মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

২দিন ব্যাপী এই মাহফিলে প্রথম দিন সভাপতিত্ব করবেন উক্ত মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম। বয়ান করবেন মাওলানা আঃ সত্তার শাহ্ সাহেব গালুয়া, মাওলানা আবুল কাশেম বড় জামাতা, গালুয়া পীর সাহেব হুজুর রহ., মাওলানা ওমর ফারুক মুহাদ্দিস ও শাইখুল হাদীস মাদারীপুর, মুফতি জালাল উদ্দিন সিনিয়র মুহাদ্দেস মিরপুর ঢাকা, মুফতি নুরুল্লাহ্ আশ্রাফি পীর সাহেব তালগাছিয়া।

দ্বিতীয় দিন সভাপতিত্ব করবেন বরিশাল মাহমুদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওবায়দুর রহমান মাহবুব। বয়ান করবেন আল্লামা নুরুল হুদা ফয়েজী পীর সাহেব কারীমপুর, মুফতি আলী আকবর সাঈফী খায়েরহাট, মুফতি ঈসা চারাখালি, মুফতি জুনায়েদ বিন গুলজার ঢাকা, মুফতি আব্দুল মান্নান শাইখে সানী চরমোনাই।

এছাড়া আমন্ত্রিত ওলামায়ে কেরামের মাঝে উপস্থিত থাকবেন মাওলানা আ. কাদের সিনিয়র মুহাদ্দেস চরমোনাই, মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী নির্বাহি মুহতামিম কারিমপুর মাদরাসা, মুফতি হেদায়েতুল্লাহ্ আনসারী নায়েবে মুহতামিম কারিমপুর মাদরাসা, ক্বারী বেলায়েত রাজাপুর, মাওলানা আল-আমিন ইমাম ও খতীব থানা মসজিদ রাজাপুর, মাওলানা রফিকুল ইসলাম পরিচালক, আল হেমায়েত ক্যাডেট মাদরাসা রাজাপুর, মাওলানা ইসমাইল
মুহতামিম নিজ ভান্ডারিয়া কওমি মাদরাসা, মাওলানা মুনিরুল ইসলাম ঢাকা, মাওলানা আলী আহমদ পিরোজপুর, মাওলানা আবু হানিফ ভান্ডারিয়া, মাওলানা তাজুল ইসলাম মুহতামিম রাহে জান্নাত মহিলা মাদরাসা গালুয়া, মাওলানা সাইফুল ইসলাম গালুয়া, মাওলানা সামসুল হক মুহতামিম বালিপাড়া মাদরাসা পিরোজপুর, মুফতি গিয়াস মুহতামিম, কৈবর্তখালি মাদরাসা, মুফতি জালাল উদ্দিন মুহতামিম, দাওয়া আজিজিয়া মাদরাসা ভান্ডারিয়া, মাওলানা মিজান সাবেক প্রভাষক, রাজাপুর ফাজিল মাদরাসা, মাওলানা আব্দুল খালেক শরীয়তপুর, মুফতি নোমান আজমী নাজেমে তালিমাত, কারিমপুর মাদরাসা, মাওলানা কাজি ওহিদুল ইসলাম পাকাপুল, মাওলানা জাকারিয়া বিন আ. সত্তার গালুয়া।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ