মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতির শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি: ইবনে শায়খুল হাদিস সাড়ে ৫০০ বছরের পুরোনো বাবা আদম শাহ মসজিদ তৃতীয় দিনে আফগান-পাকিস্তান শান্তি আলোচনা, ‘বোঝাপড়ার’ আহ্বান কাবুলের আজ প্রধান উপদেষ্টার হাতে ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশ আল-মাদানী ফাউন্ডেশনের ১৫তম আন্তর্জাতিক মহাসম্মেলন ৫-৭ নভেম্বর ডোমার উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন ইসকন নিষিদ্ধের দাবিতে মাধবপুর উলামা পরিষদের বিক্ষোভ বৃহস্পতিবার পাঁচ দফা দাবিতে মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ পাইকগাছায় হাতপাখা প্রতীকের পক্ষে হাফেজ গালিবের গণসংযোগ নাটোরে ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়েত ইসলামীর বিক্ষোভ

রাশিয়া-আমেরিকা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক তা আমরা চাই না: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমরা চাই না রাশিয়া, আমেরিকা কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক। এটা তাদের বিষয় নয়।’সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘রাশিয়ার দেওয়া সাম্প্রতিক বিবৃতিতে বিরক্তি প্রকাশ করেছে বাংলাদেশ। সরকার মনে করে—আমেরিকা, রাশিয়াসহ অন্য কোনো দেশের অধিকার নেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর।’

সাংবাদিকরা এ সময় প্রশ্নকরেন রাশিয়া কেন বিবৃতি দিচ্ছে? তার জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি তাদের জিজ্ঞাসা করুন। আমরা চাই—যে নিয়ম আছে, জেনেভা কনভেনশন আছে, সে অনুযায়ী প্রত্যেক দেশ কাজ করবে এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না।

আমরা পরিপক্ব, স্বাধীন, সার্বভৌম দেশ—এটা সবার মনে রাখা উচিত। আমার এই বক্তব্য রাশিয়া, আমেরিকার সবার জন্য প্রযোজ্য। ওইসব ওদের জিজ্ঞাসা করুন, আমার কাছে এত ঘুর ঘুর করছেন কেন?’

বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার নিয়ে কারও মাতবরির সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ‘আমরা বলেছি যে—তাদের কী রকমের ব্যবহার করা উচিত। তাদের জন্য নিয়ম আছে এবং সে অনুযায়ী তারা কথা বলবে। আমরা আমেরিকাসহ পশ্চিমা দেশ সম্পর্কে বলেছি, অন্য দেশ সম্পর্কেও আমাদের একই বক্তব্য।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ