মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
“মানবিক করিডোর’’প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম

জামাতে নামাজ পড়ে সাইকেল উপহার পেলো ২০৮ শিশু-কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নওগাঁর আত্রাইয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেলো ২০৮ শিশু-কিশোর। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের বিহারিপুর মসজিদের সামনে বাইসাইকেলগুলো বিতরণ করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম। তার ব্যতিক্রম এবং ব্যক্তিগত উদ্যোগে বাইসাইকেলগুলো বিতরণ করা হয়।

জানা গেছে, টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ শেষ হয় ১০ নভেম্বর। শুরুতে ৩৫০ শিশু-কিশোর অংশ নিয়েছিল। তবে শেষ পর্যন্ত ২০৮ জন চূড়ান্ত হয়। আজান হলে নির্ধারিত মসজিদে শিশু-কিশোররা নামাজে অংশ নিতো। জামাতের সহিত তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। প্রায় একমাস পর বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।

গ্রামের শিক্ষক মামুনুর রশিদ মামুন বলেন, ছেলে আশফিকুর রহমান সিহাবের বয়স প্রায় ১২ বছর। অষ্টম শ্রেণিতে উঠবে। বাড়ির পাশে মসজিদ হওয়ায় ছেলে নিয়মিত নাজাম পড়ে। তবে প্রতিযোগিতা শুরু হওয়ার পর তাকে নামাজ পড়ার জন্য ডাকতে হয়নি। বরং ছেলেই আমাকে মসজিদে ডেকে নিয়ে যায়। তার পড়াশোনার মানও বেড়েছে। ফজরের নামাজ পড়ে আসার পর পড়তে বসে। শুধু উপহারের জন্য না, ছেলে যেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এটাই চাওয়া।

পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম বলেন, আমার ইউনিয়নে আটটি ওয়ার্ড। প্রতিটি ওয়ার্ডে একটি করে মসজিদ বাছাই করা হয়েছিল। শুরুতে ৩৫০ শিশু-কিশোর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় অংশ নিয়েছিল। শেষ পর্যন্ত ২০৮ জন চূড়ান্ত হয়।

তিনি আরও বলেন, আমার ব্যক্তি উদ্যোগে এমন আয়োজন হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচিত হতে পারলে আদর্শ সমাজ গড়তে এলাকা মাদকমুক্ত করা হবে। মাদকমুক্ত হতে হলে আল্লাহ ভীতি হতে হবে। এরই অংশ হিসেবে শিশু-কিশোরদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ