মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৪ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আবারও ‍খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত স্বাধীন দেশে থেকেও আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম নোয়াখালীতে কোরআন তালিমে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ইসরায়েলকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ইয়েমেনের  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী/ভাতা পুনঃনির্ধারণ: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর! ‘দায়সারা গোছের তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না’ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করার উদ্যোগ নিন আন্তর্জাতিক স্বীকৃতি পেল শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন সমাজে নৈতিক অবক্ষয় ও তরুণ প্রজন্মের দিকভ্রান্তি

সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দিবস উদ্‌যাপিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উদ্‌যাপন করা হলো। এ উপলক্ষে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। নানা উৎসবে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরাও।

২০২২ সালের শেষ সময়ে এসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। ২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবসকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে নানা উৎসব চলছে দেশটিতে। পার্শ্ববর্তী দেশ কাতারে বিশ্বকাপের রেশ ধরে এই উৎসবের ব্যাপকতা আরও বেশি বেড়েছে ।

দেশটিতে ১ ডিসেম্বর থেকে ৪ দিনের ছুটি ঘোষিত হওয়ায় বাংলাদেশিরাও মেতেছে নানা আয়োজনে। ছুটির দিনগুলোকে স্মরণীয় করে রাখার জন্য পিকনিক, মেলা, সাংস্কৃতিক সন্ধ্যা, নৌবিহার, বারবিকিউ পার্টিসহ বিভিন্ন আয়োজন করেছে প্রবাসীরা। বাংলাদেশের বিজয় দিবস সামনে রেখে প্রবাসীদের এই আয়োজনগুলো অব্যাহত থাকবে আরও কিছুদিন।

একজন প্রবাসী বলেন, অনেকদিন পর এভাবে উন্মুক্ত পরিবেশে জাতীয় দিবস পালিত হলো। আগে অনেক প্রতিবন্ধকতা ছিল। আরেক প্রবাসী বলেন, সবাই মিলে আনেক আনন্দের সঙ্গে দিনটি আমরা পালন করছি। আমাদের কাছে পুরো ঈদ ঈদ লাগছে।

আমিরাতের জাতীয় দিবসকে কেন্দ্র করে এ দেশটিতে বিভিন্ন পার্ক, সিনেমা হল, পর্যটনকেন্দ্র এবং বিনোদনকেন্দ্রগুলোতে ব্যাপক লোকসমাগম দেখা গেছে। ট্রাফিক আইনের শীতলতা এনেছে। কয়েকশ’ বন্দিকে সাধারণ ক্ষমা দিয়ে মুক্ত করে দেয়া হয়েছে।

এছাড়া দ্রব্যমূল্যে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। দেশটিতে অবস্থানরত বিভিন্ন কমিউনিটির লোকজন ভিন্ন ভিন্ন আরেকজনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে জাতীয় দিবসের সব আয়োজনকে মনোমুগ্ধ করে তুলেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ