মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বিমাবন্দরে আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ : আমান উল্লাহ বাড়িভাড়া বৃদ্ধি হওয়ায় ‘সন্তুষ্ট’ শিক্ষকরা, আন্দোলন স্থগিত বিএনপির সাথে মার্কিন আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আদর্শ সমাজ বিনির্মানে আলেম-ওলামা ও সমাজের বিশিষ্টজনদের এগিয়ে আসতে হবে : আব্দুল আউয়াল ‘নির্বাচনে খুব একটা উৎসাহিত না, করলে তিনটি আসনের কোনোটিতে করব’ রুপসার ইলাইপুরে হাতপাখা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে কেন্দ্রীয় সেল গঠনের ঘোষণা সিইসির ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের অজুখানা নিয়ে সংঘর্ষ : আহত ২০, গ্রেফতার ৪ ইসলামি দলগুলো আদর্শিক দেউলিয়াপনার পরিচয় দেয় কেন? দলের অসুস্থ নেতাকে দেখতে গেলেন জমিয়ত সভাপতি

শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন চৌধুরী পাড়া মাদরাসায় বুখারির দরস দিলেন আল্লামা রাশেদ আজমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনুরুদ্দীন রহ: দারুল কুরআন মাদরাসার ৩০ সালা সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে বুখারির দরস দিয়েছেন আল্লামা রাশেদ আজমি।

দুই দিনব্যাপী এই সম্মেলনে ভারতের দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা রাশেদ আজমীসহ বিজ্ঞ উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। ৩০ সালা দস্তারবন্দী সম্মেলনের প্রথম দিনে বৃহস্পতিবার দূরদুরান্ত থেকে আগত ফুযালাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছিলো মাদরাসার মাঠ।

আজ শনিবার ৩ ডিসেম্বর বাদ ফজর বুখারি শরীফের দরস প্রদান করবেন আল্লামা রাশেদ আজমী। শেখ জনুরুদ্দীন রহ: দারুল কুরআন মাদরাসার এ বছরের দাওরায়ে ফারেগিনদের সাথে উপস্থিত ছিলেন আগত ফুজালাবৃন্দ। উপস্থিত ছিলেন অসংখ্য অনুরাগি ও ভক্তবৃন্দ।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে বয়ান করেন, মাওলানা ড. মুশতাক আহমদ, মাওলানা আ ব ম সাইফুল ইসলাম, শায়খ আব্দুল মতিন, মাওলানা ইয়াহইয়া মাহমুদ মুফতি রাশেদ আজমী।

শুক্রবার সকাল ৯টায় বয়ান ২য় দিনের উদ্বোধনী বয়ান করেন মাদরাসার মুহাদ্দিস ও শাইখুল হাদিস, নুর মসজিদের খতিব মাওলানা খুরশিদ আলম কাসেমী। এরপরই বয়ান করেন মাওলানা মাহফুজুল হক। তিনি দারুল উলুম দেওবন্দের চিন্তা চেতনা ও আমাদের আদর্শ এ পথে, আমাদের চলতে হবে এ পথে, জালিমের অবসান ঘটিয়ে মাজলুমের মুখে হাসি ফুটানোর জন্যই দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। এসব বিষয়ে কথা বলেন।

বয়ান করেন আল্লামা ফরীদ উদ্দিন মাসউদ ও প্রখ্যাত মুফাসসির মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, এছাড়াও মসজিদ প্রাঙনে ইসলামিক বইমেলা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

দেশ ও জাতির মঙ্গল কামনার মাধ্যমে মুনাজাত অনুষ্ঠিত হয়। শনিবার বাদ ফজর শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসায় বুখারী শরীফের দরস প্রদান করেন আল্লামা রাশেদ আজমী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ