রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের 'আমাদের নবীজি' গ্রন্থের পাঠ উন্মোচন সোমবার ছয় মাসেই উমরা পালনকারীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ গাজার জন্য আরও ১০০ টন ত্রাণ পাঠাল পাকিস্তান সাংবাদিকের ওপর হামলায় দুই রাজনৈতিক দলের নিন্দা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে: পীর সাহেব মধুপুর  নৌকাসহ বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’ ‘জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে’ গাজার সংকট নিয়ে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি রংপুর বিভাগে ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা

ঐক্যবদ্ধতা ছাড়া কোন জাতির মুক্তির চিন্তা করা অসম্ভব: ছাত্র মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের বলেন, জাতি জাহেলিয়াতের চরম অন্ধকারে নিমজ্জিত। জাতিকে আলোর পথে ফিরিয়ে আনতে ছাত্র মজলিসের দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বলবে। ঐক্যবদ্ধতা ছাড়া কোন জাতির মুক্তির চিন্তা করা অসম্ভব।

দেশ ও জাতির চরম এই ক্রান্তিলগ্নে ছাত্র মজলিসের প্রতিটি কর্মীকে একেকজন ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। বর্তমান সময়ে ছাত্রসমাজ মারাত্মক নৈতিক সংকটের মুখোমুখি।

চারিত্রিক অধঃপতন সর্বত্র বিরাজমান। তরুণ প্রজন্মের মধ্যে মাদক সেবনের প্রবণতা ভয়াবহ আকার ধারণ করছে। তরুণ প্রজন্মকে সুন্দর আগামীর পথে গড়ে তুলতে ছাত্র মজলিসের দায়িত্বশীলদের কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা অত্যাবশ্যক।

আজ (৩ ডিসেম্বর) শনিবার বিকাল ৩ টায় রাজধানীর একটি অভিজাত মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস আয়োজিত ২ দিনব্যাপী দায়িত্বশীল কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি বিলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলীর পরিচালনায় কর্মশালার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন, প্রাক্তন সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, প্রাক্তন সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল জলিল, খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মিনহাজুল আলম, প্রাক্তন সভাপতি প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, প্রাক্তন সভাপতি মাওলানা আজীজুল হক, প্রাক্তন সভাপতি মাওলানা মনির হোসাইন, প্রাক্তন বায়তুলমাল সম্পাদক মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দীন, খেলাফত মজলিসের নির্বাহী সদস্য মাওলানা সাহাব উদ্দিন খন্দকার, নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার।

কর্মশালায় উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের প্রশিক্ষণ ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক কে এম ইমরান হুসাইন, প্রকাশনা সম্পাদক আলমগীর হুসাইন, অফিস ও প্রচার সম্পাদক হাসান আহমাদ খান, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ইসমাঈল খন্দকার, ছাত্রকল্যাণ ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি আহসান আহমাদ খান, প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি নূর মোহাম্মদ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ