বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বেগারীতলায় খাবার হোটেলে কাভার্ড ভ্যান, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরের মণিরামপুরের বেগারীতলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে একটি দ্রুতগতির পিকআপ ঢুকে পড়ায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার বেগারীতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মণিরামপুর ফায়ার স্টেশনের অফিসার প্রণব কুমার বিশ্বাস জানান, সাড়ে ৭টার দিকে এক বাবা নাশতা করার জন্য তার সাত বছরের ছেলেকে নিয়ে বেগারীতলার পাশে অবস্থিত গ্রাম টুনিরঘরা থেকে যশোর-সাতক্ষীরা মহাসড়ক পার হয়ে বাজারের একটি হোটেলের উদ্দেশে যান। এ সময় দ্রুতগতিতে আসা একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে সড়কের পাশের ওই হোটেলটিতে ঢুকে পড়ে। সেখানে আরও তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। কাভার্ড ভ্যানটির চালক পলাতক। লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন মণিরামপুর উপজেলার টুনিরঘরা গ্রামের হাবিবুর রহমান (৪০), তার ছেলে তাহসিব হোসেন (০৭), শামসুর রহমান (৫৫). তার ভাইপো তৌহিদুর রহমান (৩৭) এবং জয়পুর গ্রামের জিয়াউর রহমান (৩৫)।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনার পর সকাল সোয়া ৯টা পর্যন্ত ওই সড়কে যান চলা চল বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন পলাশ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন বলে জানান ওসি মনিরুজ্জামান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ