রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলের হাদির কবর জিয়ারত কওমি মাদরাসা সুনাগরিক তৈরির কারখানা: আল্লামা আবদুর রাজ্জাক আল হুসাইনী কুমিল্লায় হেফাজত নেতার ওপর সন্ত্রাসী হামলা

ইস্তাম্বুলে কোরআন প্রকল্পের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র কোরআনের অনুলিপির নতুন প্রকল্প উদ্বোধন হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে কোরআনের ১০ কিরাআত ও ২০ রিওয়াতসহ ‘আল-উম্মাহ মাসহাব’ নামের এ প্রকল্প উদ্বোধন হয়। তুরস্ক ভিত্তিক সামাজিক প্রতিষ্ঠান আল-নুর সংস্থা তা বাস্তবায়নের উদ্যোগ নেয়। এর তত্ত্বাবধানে রয়েছেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কোরআন মাসহাফ বিভাগের প্রধান মিসরীয় কারিদের শায়খ আহমদ ইসা আল-মায়াসরাবি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শায়খ উমর আবদুল কাফি ও মুহাম্মদ আল-হাসান ওয়ালুদ দাদু আল-শানকিতিসহ আরো অনেকে।

আল-নুর সংস্থার প্রধান উসামা আওনি বলেন, ১০ কিরাআত ও ২০ রিওয়াতসহ পুরো কোরআন সংকলন করতে এ প্রকল্প শুরু হয়েছে। এর মাধ্যমে মুসলিম বিশ্বের উপযোগী করে একটি মাসহাফ তৈরি করা হবে। এতে আধুনিক প্রযুক্তির সাহায্যে সব তিলাওয়াতের অডিও ও লিখিত স্ক্রিপের সমন্বয় থাকবে। যথা সময়ে প্রকল্প সম্পন্ন করতে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়।

তুরস্কে মাসহাফের পুনর্নিরীক্ষণ বিষয়ক কমিটির প্রধান উসমান শাহিন জানান, এই প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো সব রিওয়াতের অডিও শোনা যাবে। তুরস্কে পবিত্র কোরআনের এ মাসহাফটি মুদ্রিত হবে। কোরআনের অনুলিপি তৈরি ও মুদ্রণে সারাবিশ্বের কেন্দ্রস্থল হিসেবে তুরস্কের দীর্ঘ ঐতিহ্য রয়েছে।

তুরস্কে কোরআন চর্চার ইতিহাস তুলে ধরে তিনি আরো বলেন, ‘তুরস্কে ৫০ হাজারের বেশি হিফজ কেন্দ্র রয়েছে। যেখানে পাঁচ লাখের বেশি হিফজ শিক্ষার্থী পড়ছেন। প্রতি বছর প্রায় ১০ হাজার লোক হিফজ করেন। তুরস্কের ধর্ম বিষয়ক অধিদপ্তরের আওতায় ২০টি কেন্দ্রে ‘উলুমুল কোরআন’ পড়ানো হয়। তা ছাড়া দেশটিতে বিভিন্ন লিপিতে ৩০টির বেশি মুদ্রণকেন্দ্র রয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ