বুধবার, ৩১ মে ২০২৩ ।। ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ ।। ১১ জিলকদ ১৪৪৪


ডিজিটাল নিরাপত্তা মামলায় বাবুল আক্তার গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় দেশের আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন দুপুরে বাবুল আক্তারকে চট্টগ্রাম মহানগর আদালতে হাজির করার পর শুনানী শেষে আদালত বাবুল আক্তারকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। তবে পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা নগরীর খুলশী থানায় মামলাটি দায়ের করেছিলেন।

আদালত সূত্র জানায়, গত ১৯ অক্টোবর পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা বাদি হয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী ইলিয়াছ হোসেনকে এক নম্বর আসামি করে খুলশী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। এই মামলায় মিতু হত্যা মামলায় কারাগারে থাকা বাবুল আক্তারসহ তার বাবা ও ভাইকেও আসামি করা হয়।

এদিকে এই মামলায় বৃহস্পতিবার বাবুল আক্তারকে চট্টগ্রাম মহানগর আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আর্জি জানায় পুলিশ। পরে আদালত বাবুল আক্তারকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ