বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ নৌপথে আবারও ফেরি চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুন্সীগঞ্জের গজারিয়া এবং নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জ নৌপথে পুনরায় ফেরি চালাচল শুরু হচ্ছে আজ বুধবার। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী জানান, সকাল ১০টার দিকে এই ফেরি সার্ভিস চালু হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে স্বর্ণচাঁপা ও সন্ধ্যামালতি নামে দুটি ফেরি চলাচল করবে। চাহিদা বাড়লে পর্যায়ক্রমে ফেরির সংখ্যা বাড়ানো হবে। পন্টুন স্থাপনের কাজ প্রায় শেষ। কিছু সকালে আনুষ্ঠানিকতা শেষে ফেরি সার্ভিস চালু করবে বিআইডব্লিউটিএ।

গজারিয়া উপজেলায় পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, গজারিয়া-চর কিশোরগঞ্জ নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান গজারিয়া ফেরিঘাটে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

মুন্সীগঞ্জ সদর থেকে গজারিয়া যেতে ৫০ কিলোমিটার সড়কপথ পাড়ি দিতে হতো। ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে মাত্র সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা সদর থেকে গজারিয়ায় পৌঁছানো যাবে। মেঘনা নদীতে এই ফেরি সার্ভিস চালু হলে জেলা সদর থেকে গজারিয়ায় যাতায়াতে দূরত্ব কমবে।

এর আগে ২০১৮ সালের ৩ জুন এই নৌপথে ফেরি সার্ভিস চালু করা হয়। কিন্তু নদীর দুপাড়ের সড়কের বেহাল দশার কারণে অল্প কয়েক দিনের মধ্যেই বন্ধ হয়ে যায় ফেরি সার্ভিস। তবে এবার নদীর দুই পাড়ের সড়ক প্রশস্ত এবং মানোন্নয়ন করা হয়েছে। এ কারণে এ পথে যোগাযোগ আগের চাইতে অনেক বেশি আরামদায়ক এবং দ্রুততর হবে। ফলে যানবাহনের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি বাড়বে আশা সংশ্লিষ্টদের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ