আন্তর্জাতিক ডেস্ক: চীনের কেন্দ্রীয় শহর উহানে নতুন করে চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে শহরটিতে নতুনভাবে লকডাউন জারি করা হয়েছে।
বিবিসি জানায়, উহান শহরের জিয়ানজিয়া জেলার ১০ লাখ বাসিন্দাদের আগামী তিনদিন বাড়িতে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।
গত দুইদিন আগে উহানে নিয়মিত করোনা শনাক্তে দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। আর কন্টাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে আরও দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়। তারপরই লকডাউন জারির সিদ্ধান্ত গ্রহণ করে শহর কর্তৃপক্ষ।
২০২০ সালের শুরুতে উহানেই প্রথমবার করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। আর ওই শহরেই প্রথমবার কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।
-এএ
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        