রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে খেলাফত মজলিসের দাওয়াতী কার্যক্রম উদ্বোধন চান্দিনার মাধাইয়া ও কেরনখাল ইউনিয়নে ইসলামী আন্দোলনের কর্মী সভা অনুষ্ঠিত ময়মনসিংহ-২ আসনে খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা আবু রায়হান মক্কী ১৪০০ বছর আগের সাহাবি যুগের ‘হারানো মসজিদ’! ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখা পুনর্গঠন; সভাপতি এহসান, সেক্রেটারি আতহার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় দায়িত্বশীল পুনর্মিলনী সন্ধ্যায় বসছে কমিটি, দেখা যেতে পারে রবিউল আউয়ালের চাঁদ ১৪৮ আসনে জমিয়তের প্রার্থী যারা ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে ফরিদপুরে সতন্ত্রপ্রার্থী মুজাহিদ বেগের উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা পেল হাজারো মানুষ

ওমরা সফরে গেলেন জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওমরা পালনের জন্য ঢাকা ছেড়েছেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব, গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুফতি রুহুল আমিন।

আজ শনিবার ( ১৬ এপ্রিল) বিকেল ৫ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ওমরার উদ্দেশ্য রওনা হয়েছেন।

বরকতময় সফরের জন্য তিনি সবার কাছে দোয়ার আবেদন করেছেন। পাঁচ দিনের ওমরা সফর শেষে তিনি আগামী বৃহস্পতিবার ( ২১ এপ্রিল) দেশে ফিরবেন।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন গওহরডাঙ্গা মাদরাসার সিনিয়র শিক্ষক ও খতিব মুফতি রুহুল আমিনের ব্যক্তিগত সহকারী মুফতি মুহাম্মাদ তাসনিম।

খতিব মুফতি রুহুল আমিনের সঙ্গে মধুপুর পীরের সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা স্মারক প্রদান

জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব, গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুফতি রুহুল আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমীর মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ।

এ সময় সঙ্গে ছিলেন ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি ইমামুদ্দিন।

(১৫ এপ্রিল) জুমা বাদ খতিবের জন্য নির্ধারিত কামরায় এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাতের সময় খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ বায়তুল মুকাররমের খতিব নিযুক্ত হওয়ায় মুফতি রুহুল আমিনকে অভিনন্দন জানান এবং সম্মাননা স্মারক উপহার দেন।

এ সময় খাদেমুল ইসলাম বাংলাদেশের সেক্রেটারির জেনারেল মাওলানা ঝিনাত আলী, ঢাকা মহানগর আমীর মাওলানা আজিজুর রহমান, মুফতি মুহাম্মাদ তাসনিমসহ খাদেমুল ইসলাম বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দ ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ