শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাকির নায়েক ইস্যুতে ভারত সরকারের মন্তব্যের জবাব দিল ঢাকা ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : ইবনে শায়খুল হাদিস রিটার্নিং কর্মকর্তারা ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন: ইসি আনোয়ারুল গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় জেলে আটক করেছে পাকিস্তান জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন মানবে না জনগণ : মামুনুল হক ইসলামিক দলগুলো ছাড়া অন্য দলগুলোর মধ্যে সমন্বয় নেই : হাসনাত আবদুল্লাহ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে গোপালগঞ্জে ওলামা-মাশায়েখ  সম্মেলন অনুষ্ঠিত সৌদির শাসকদের নিয়ে যা বললেন গ্র্যান্ড মুফতি কওমি শিক্ষার্থীদের দেশ-জাতির সেবায় নিয়োজিত করার বিষয়টি কোথায় আটকে আছে? ৪ দিনের কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

ইসলাম গ্রহণ করলেন আর্সেনালের ফুটবলার থমাস পার্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলাম গ্রহণ করেছেন আর্সেনালের হয়ে মাঝ মাঠে খেলা ঘানাইয়ান ফুটবলার থমাস পার্তি (২৮)। ডাচ ফুটবলার ক্ল্যারেন্স সিডর্ফের ইসলাম গ্রহণের অর্ধ মাস পেরোনোর আগেই আরো এক নওমুসলিম ফুটবলারকে দেখল বিশ্ব।

আর্সেনালের ফুটবলারের ইসলাম গ্রহণবৃহস্পতিবার বিকেলে তিনি ইসলাম গ্রহণ করেন বলে আলজাজিরাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। সেগুলো বলছে, ‘মুসলিম অ্যাথলেটস’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সর্বপ্রথম তার ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ করা হয়।

তাতে জানানো হয়, তিনি লন্ডনের একটি ইসলামিক সেন্টারে সেখানের এক আলেমের কাছ থেকে ইসলামে দীক্ষিত হন। ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থমাস পার্তির যে ছবিটি প্রকাশিত হয়, তাতে দেখা যায়- তিনি ওই আলেমের সাথে পবিত্র কুরআন হাতে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন। আর ক্যাপশনে লেখা হয়েছে, ‘থমাস পার্তি ইসলাম গ্রহণ করলেন..আল্লাহ বরকত দান করুন..হে ভাই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত নিজের ইসলাম গ্রহণের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি পার্তি।

উল্লেখ্য, থমাস পার্তি ১৯৯৩ সালে ঘানায় জন্মগ্রহণ করেন। ২০১১–১২ মৌসুমে দেশটির ফুটবল ক্লাব ওদোমেতাহের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ফুটবল জগতে প্রবেশ করেন তিনি। পরে জাতীয় দলে অভিষেক হয় ২০১৬ সালে। ২০২০ সাল থেকে আর্সেনালে খেলছেন। এর আগে আতলেতিকো মাদ্রিদ, আলমেরিয়া, মায়োর্কো ক্লাবে খেলেছেন এই খেলোয়াড়। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ