রবিবার, ১৯ মে ২০২৪ ।। ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১১ জিলকদ ১৪৪৫


মাত্র আট বছর বয়সে কুরআন হিফজ করলেন সাদেকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: করোনার লকডাউনের মাঝে মাত্র ১৭ মাসে কুরআনের হাফেজ হলো ৮ বছর বয়সের বিস্ময় বালিকা সাদেকা সিদ্দিক।

রাজধানীর শনিআখরা এলাকার মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসার হিফজ বিভাগ থেকে এ কীর্তি গড়েছে সাদেকা। তার পিতা হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।

সাদেকার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার পালং থানার সিংগারিয়া নামক গ্রামে। ক্ষুদে এই হাফেজা ২০১৩ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, সাদিকা আরো অল্প সময়ে কুরআন মাজীদ সমাপ্ত করতে পারতো। কিন্তু বয়স কম হওয়ায়, সে দ্রুত শেষ করার বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পারেনি। তাছাড়া করোনার লকডাউনের কারণে ভাটা পড়ে ছিল সবক পড়ার মাঝে।

সাদেকার পরিবারের সদস্যরা দোয়ার আহ্বান জানিয়েছেন, যেন সে ভালো হাফেজা হওয়ার পাশাপাশি ভবিষ্যতে বড় আলেমা হয়ে জাতির জন্য কল্যাণী ভূমিকা রাখতে পারে।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ