বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইনসাফভিত্তিক রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে : মোহাম্মদ আলী জুলাই সনদ বাস্তবায়ন হওয়া ছাড়া নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : নাহিদ ইসলাম তালাক নয়, সংশোধনেই সমাধান: শায়খ আহমাদুল্লাহ শহীদের রক্তের বদলা ইসলামের বিজয়ের মাধ্যমেই নেওয়া হবে : মাসুদ মেট্রোরেল নিরাপদ, যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের দেশকে বিএনপি তিনবার ও আ.লীগ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল: চরমোনাই পীর টেকসই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : মাসুদ সাঈদী আফগান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার কারণ ভারত: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অবৈধ মোবাইলের ব্যবহার বন্ধ করতে চালু হচ্ছে এনইআইআর সিস্টেম ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানের সফল উড্ডয়ন

হজরত আবু বকর সিদ্দীক রা. নিজ মেয়েকে উদ্দেশ্য করে যে দুটি উপদেশ করেছিরলন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

হজরত আয়েশা রাজিয়াল্লাহু তায়ালা আনহা বলেন, আমি কাপড় পরিধান করেছি। অতপর আমি ঘরে চলার সময়ও কাপড়ের আঁচলের দিকে তাকাতে শুরু করেছি।

আমি আমার কাপড় ও আঁচলের দিকে তাকিয়ে ছিলাম। এমন সময় হজরত আবু বকর সিদ্দীক রাজিয়াল্লাহু তায়ালা আনহু আমর কাছে এসে উপস্থিত। (কাপড়ের প্রতি আমার এমন ভালোবাসা দেখে) তিনি বলেন, ‘হে আয়েশা! তুমি কী জানো না, আল্লাহ তায়ালা এখন তোমার দিকে তাকাবেন না’। সূত্র: হিলয়াতুল আওলিয়া: খ.১, পৃ.৩৭

হজরত আয়েশা রাজিয়াল্লাহু তায়ালা আনহা বলেন, আমি একবার নতুন জামা পরিধান করি। আমি সেটিকে দেখে নিজের মধ্য আনন্দ অনুভব করি। (এই অবস্থা দেখে) হজরত আবু বকর সিদ্দীক রাজিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, হে আয়েশা! তুমি কী দেখতেছো? নিশ্চয় আল্লাহ তায়ালা তোমাকে দেখবেন না।

আমি বললাম, কারণ কী? উত্তরে তিনি বলেন, ‘তুমি কি জানো না? কোন বান্দার মধ্যে যখন দুনিয়ার সুন্দর্যের কারণে অহংকার চলে আসে, যতোক্ষণ না সে উক্ত সুন্দর্যতাকে তার থেকে পৃথক না করে, ততোক্ষণ পর্যন্ত আল্লাহ তায়ালা তার উপর রাগ হয়ে থাকেন’।

হজরত আয়েশা রাজিয়াল্লাহু তায়ালা আনহা বলেন, আমি উক্ত কথা শুনার পর সেটিকে সাথে সাথেই খুলে সদকা করে দিই। আমার এই কাজটি দেখে হজরত আবু বকর সিদ্দীক রাজিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, ‘হতেপারে এই কাজটি তোমার ত্রুটি—বিচ্যুতি মোছন করে দিবে’। সূত্র: হিলয়াতুল আওলিয়া: খ.১, পৃ.৩৭

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ