মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

‘অর্থ ফেরত না দেয়ার সিদ্ধান্ত আফগান জনগণের বিরুদ্ধেই নৃশংসতা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তালেবানরা ক্ষমতায় আসার পর আফগানিস্তানের যে ১ হাজার কোটি ডলার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে আটকা পড়েছে তা থেকে ৭১০ কোটি ডলার ৯/১১-র হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিনিদের ক্ষতিপূরণ দেওয়ার কাজে ব্যবহার করার সিদ্ধান্তকে সকল আফগান নাগরিকের বিরুদ্ধে নৃশসংতা বলে অভিহিত করেছেন আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাই।

কারজাই এক সংবাদ সম্মেলনে আমেরিকানদের এবং বিশেষ করে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় নিহত হাজার হাজার পরিবারের কাছে আহবান জানিয়েছেন, তারা যাতে গত সপ্তাহের ওই আদেশ প্রত্যাহারের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চাপ দেন।

কারজাই বলেন, ‘আফগানিস্তানের জনগণ আমেরিকান জনগণের বেদনা গভীরভাবে অনুভব করে। যারা ৯/১১-র ট্র্যাজেডিতে প্রাণ হারিয়েছেন তাদের পরিবার এবং প্রিয়জনদের ব্যথায় তারাও ব্যাথিত’।

‘আমরা তাদের প্রতি সমবেদনা জানাই, কিন্তু আফগান জনগণ আপনজন হারানো মার্কিন পরিবারগুলোর মতোই ক্ষতিগ্রস্থ। তাদের নামে আফগানিস্তানের জনগণের অর্থ আটকানো বা তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করা অন্যায় ও অন্যায্য এবং আফগান জনগণের বিরুদ্ধে নৃশংসতা’।

তিনি বলেন, ‘এই অর্থের মালিক তালেবান বা কোনো সরকার নয় বরং আফগান জনগণই এই অর্থের মালিক’। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক আদেশে যুক্তরাষ্ট্রে রক্ষিত আফগান সম্পদ থেকে ৭১০ কোটি ডলার ৯/১১-র সন্ত্রাসী হামলা সহ বিভিন্ন হামলার শিকার এবং অসহায় আফগানদের জন্য মানবিক সহায়তার কাজে ব্যবহার করার জন্য অবমুক্ত করা হয়েছে।

এর মধ্যে ৩৫০ কোটি ডলার দেওয়া হবে শুধু ৯/১১-র হামলায় নিহতদের পরিবারের জন্য। তবে ৯/১১-র হামলায় নিহতদের পরিবার ৭১০ কোটি ডলার দাবি করেছিল।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ১ হাজার কোটি ডলার জমা ছিল। গত বছর আগস্টে তালেবান বাহিনী দেশটির জাতীয় ক্ষমতায় আসীন হওয়ার পর সেই অর্থ জব্দ করে যুক্তরাষ্ট্র সরকারের ট্রেজারি বিভাগ।

জব্দ করা ওই অর্থ কোন খাতে ব্যবহার করা হবে- তা নিয়ে এতদিন চাপে ছিল মার্কিন সরকার। কারণ, ট্রেজারি বিভাগের নির্দেশনা ছিল- সন্ত্রাসবাদের জন্য সহায়ক হয়- এমন কোনো ক্ষেত্রে এই অর্থ ব্যবহার করা যাবে না।

আফগানিস্তানের অর্থনীতি ব্যাপকভাবে বৈদেশিক সাহায্যনির্ভর। কিন্তু গত বছর ১৫ আগস্ট তালেবান বাহিনী জাতীয় ক্ষমতা দখলের পর দেশটিতে আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করে দেয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দাতা দেশগুলো। ফলে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশটির অর্থনীতি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে আফগানিস্তানের এক তৃতীয়াংশেরও বেশি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে আছেন এবং ২০২২ সালের মাঝমাঝি সময়ের মধ্যে এই হার আরও বাড়বে। এমনকি দ্রুত ব্যবস্থা না নিলে অন্তত ২৫ লাখ মানুষ মারা যেতে পারে। যার মধ্যে ১০ লাখ শিশু তীব্র অপুষ্টির কারণে মৃত্যুর মুখে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা।

চরম মানবিক বিপর্যয়ের মুখে থাকা সাধারণ আফগানদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য ৩৫০ কোটি ডলার বরাদ্দ করেছে মার্কিন সরকার, কিন্তু সেই ডলার পাঠানোর ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে।

তালেবান সরকারের কাছে এই অর্থ স্থানান্তর করতে চাইছে না যুক্তরাষ্ট্র, কিন্তু তার বিকল্প হিসেবে কোন সংস্থার কাছে অর্থ পাঠানো হবে- সে সিদ্ধান্তও এখনও নিতে পারেনি বাইডেন প্রশাসন।

প্রসঙ্গত, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালায় আল কায়েদা নামের একটি বৈশ্বিক ইসলামি জঙ্গি সংগঠন। আর আল কায়েদার প্রধান সৌদি আরবের নাগরিক ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছল সেসময় আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। তার জেরেই আফগানিস্তানে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র।

২০ বছর ধরে যুক্তারাষ্ট্র আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করে। অবশেষে গত বছর আফগানিস্তান ছেড়ে চলে যায় মার্কিন সেনারা। ফলে পুনরায় তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ