মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

‘হিজাব পরিহিতা ছাত্রীদের হেনস্তার ঘটনা অত্যন্ত অমানবিক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হিজাব পরিহিতা ছাত্রীদের হেনস্তার ঘটনা অত্যন্ত অমানবিক বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক।

শুক্রবার সকালে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার ভার্চুয়াল অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন,  হিজাব পরিধান মুসলমান নারীদের ধর্মীয় অধিকার। ভারতের কর্ণাটকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাবের উপর যে বিধি-নিষেধ প্রদান করেছে তা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। বাঁধা দিয়ে, জুলুম নির্যাতন চালিয়ে মুসলমানদের ঈমানী চেতনাকে দাবিয়ে রাখা যাবে না। অবিলম্বে ভারতে বিভিন্ন প্রদেশসহ যেসব দেশে মুসলিম নারীদের হিজাব ব্যবহারের উপর বিধি-নিষেধ আরোপ করেছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

আমিরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় ভার্চয়াল শূরা অধিবেশনে অন্যান্যের মধ্যে ছিলেন- নায়েবে আমির হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাছিত আজাদ, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব- এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মুহা. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক ডা. এ এ তাওসিফ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, আলহাজ আবু সালেহীন, মাওলানা শামসুজ্জামান চেীধুরী, ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেকসহ সারাদেশের শুরা সদস্যবৃন্দ।

অধিবেশনে সংগঠনের ২০২০ সালের কাজের রিপোর্ট পর্যালোচনা, শাখাসমূহের কাজের পর্যালোচনা ও ২০২২ সালের পরিকল্পনা গ্রহণ করা হয়।

সারাদেশে খেলাফত মজলিসের সাংগঠনিক কাজকে আরো জোরদার ও গতিশীল করার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ