বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

চীনের ওপর ভারতের কূটনৈতিক নিষেধাজ্ঞা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের ওপর কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ভারত। বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, চীনের রাজধানী বেইজিংয়ে শুক্রবার শুরু হতে যাওয়া শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের সাথে সংঘাতে অংশ নেয়া এক চীনা সেনা কর্মকর্তার উপস্থিতির জেরে ভারত এই ঘোষণা দিয়েছে।

এএফপি’র খবরে বলা হয়েছে, বৃহস্পতিবারই চীনের ওপর মার্কিন নেত্বতাধীন নিষেধাজ্ঞায় যোগ দেয়ার ঘোষণা দেয় ভারত।

এদিকে, ২০২০ সালে গালওয়ান উপত্যকায় বিশ্বের অন্যতম জনবহুল দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্মুখ লড়াইয়ে যোগ দিয়েছিলেন চীনের সেনা কর্মকর্তা কোই ফাবাও। ‘নায়ক’ উপাধি দিয়ে অলিম্পিকের মশাল বহনের তালিকায় কোই ফাবাও’র নাম প্রকাশ করে চীন।

আর কোই ফাবাও’র নাম আশার পরই ভারত ক্ষুব্ধ প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নিয়েছে।

এর আগে চীনের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়াসহ পশ্চিমাদেশগুলো দেশটিকে কূটনীতিকভাবে বয়কট করেছে। এবার সেই তালিকায় যোগ দিল ভারত।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়। এদিকে চীন বরাবরই দাবি করে আসছিল, এই সংঘর্ষে তাদের মাত্র চার জন সেনা নিহত হয়েছে। তবে এবার ওই সংঘর্ষ নিয়ে সংঘর্ষ নিয়ে এবার চাঞ্চল্যকর দাবি করেছে অস্ট্রেলিয়ার সংবাদপত্র ‘দ্য ক্ল্যাক্সন’।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ