বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত মানসিক অস্থিরতা দূর করার দোয়া রহস্যময় তালেবান নেতা মোল্লা ওমর, যাকে যুক্তরাষ্ট্র খুঁজে পায়নি পাকিস্তানের ভয়ে ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ গোপন নথিতে স্ত্রীকে লেখা শায়েখ উসামা বিন লাদেনের চিঠি ও মুসলিম রীতিতে দাফনের ঘটনা বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

ফেনীর জামেয়া ফারুকীয়া মাদরাসার ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী
ফেনী প্রতিনিধি

ফেনী জেলার পরশুরাম থানাধীন পশ্চিম অলকা জামেয়া ফারুকীয়া মাদরাসার উদ্যোগে ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তারা বলেন, ইসলামই একমাত্র শান্তির ধর্ম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পৃথিবীতে আগমন করেছিলেন। ইসলাম সকলকে শান্তির বার্তা দেয়। ইসলাম মোতাবেক জীবন অতিবাহিত কারীদের জন্য পৃথিবীতে যেমন ইজ্জত ও শান্তির ব্যবস্থা রয়েছে ঠিক তেমনিভাবে পরকালীন মুক্তির প্রতিশ্রুতিও রয়েছে। সুতরাং আমাদেরকে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য ইসলামের ছায়াতলে একত্রিত হতে হবে এবং নিজের ব্যক্তিগত জীবনে ইসলামের সঠিক বাস্তবায়ন করতে হবে।

বিশেষ করে বর্তমান যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে শান্তির ধর্ম ইসলামের পুরাপুরি অনুশাসন পালন ছাড়া বিকল্প কোন রাস্তা নেই।

সোমবার (৩১ জানুয়ারী) রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারেরপরিচালক, পরশুরাম জামেয়া ফারুকীয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও শায়খুল হাদীস মুফতি মিজানুর রহমান সাঈদের সভাপতিত্বে উক্ত ইসলামি মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ঢাকা জামেয়া তালীমিয়া মাদরাসার পরিচালক, আলোচিত বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন দারুলউলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, ওলামা বাজার মাদরাসার পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম আদীব, নারায়ণগঞ্জ মারকাযে তালিমুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, মাওলানা ফরীদউদ্দীন আল মোবারক, মাওলানা মুফতি শহিদুল্লাহপ্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ