বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

ফিলিস্তিনি মুফাসসির ড. সালাহ আবদুল ফাত্তাহর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিসরীয় মুফাসসির সাইয়েদ কুতুবের কাজ নিয়ে গবেষণাকারী ফিলিস্তিনি বংশোদ্ভূত জর্দানি মুফাসসির শায়খ ড. সালাহ আবদুল ফাত্তাহ আল-খালিদি ইন্তেকাল করেছেন।

গত শুক্রবার (২৮ জানুয়ারি) (জর্দানের রাজধানী আম্মানে করোনায় আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তার ইন্তেকালে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানাচ্ছেন ভক্ত ও অনুরক্তরা। আলেম ও ইসলামি বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের (আইইউএমএস) সেক্রেটারি ড. আলী আল-কারদাগি এক টুইট বার্তায় শায়খ সালাহ আল-খালিদির ইন্তেকালে শোক জানিয়েছেন।

টুইট বার্তায় তিনি বলেন, ‘হে কবর, তুমি জানো তোমার সাথে কে মিলিত হচ্ছে, উনি সাইয়েদ কুতুবের শিক্ষার্থীদের সরাসরি শিক্ষার্থী।’ শায়খ ড. সালাহ আবদুল ফাত্তাহ আল খালিদি ১৯৪৭ সালে ফিলিস্তিনি নগরী জেনিনে জন্মগ্রহণ করেন। পরে তার পরিবার আম্মানে চলে যান।

১৯৬৫ সালে ইলমে শরিয়াহ বিষয়ক উচ্চশিক্ষা অর্জনে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে গমন করেন। ১৯৭০ সালে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শরীয়া ফ্যাকাল্টি থেকে গ্রাজুয়েশন করেন।

১৯৭৭ সালে সৌদি আরবের রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সউদ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। সেখানে তার গবেষণার বিষয় ছিল, ‘সাইয়েদ কুতুব ওয়াত তাসবিরুল ফান্নিইয়্যু ফিল কুরআন’ (সাইয়েদ কুতুব ও কুরআনের শৈল্পিক চিত্রায়ণ)।

পরে একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে পিএইডি ডিগ্রি অর্জন করেন তিনি। পিএইচডিতে তার গবেষণার শিরোনাম ছিলো ‘ফি যিলালিল কুরআন- দিরাসা ওয়া তাকউয়িম’ (ফি যিলাযিল কুরআন- পঠন ও মূল্যায়ন)।

কর্মজীবনে জর্দানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন তিনি। দেশটির ধর্মীয় সামাজিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের অন্যতম পরিচিত মুখ ছিলেন শায়খ সালাহ আল-খালিদি।

তাফসীর ও ইসলামী গবেষণা বিষয়ক তার একাধিক পাঠকনন্দিত গ্রন্থ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, লাতায়িফুল কুরআনিয়্যাহ, মাফাতিহু লিত তাআমুলি মাআল কুরআন, সাইয়েদ কুতুব : আশ শাহিদুল হাইয়্যু, আমেরিকা মিনাদ দাখিল বি-মানাজিরি সাইয়েদ কুতুব, তাসইয়াতুন ফি-ফাহমি বায়দিল আয়াত, সাওয়াআবিতুন লিল-মুসলিমিল মুআসির, আর রাসূলুল মুবাল্লাগ ইত্যাদি। সূত্র: খালিজ টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ