মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

প্রস্তুতি সম্পন্ন: বাদ জোহর শুরু হচ্ছে ঐতিহাসিক হাটহাজারী মাদরাসার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

উপমহাদেশের অন্যতম প্রাচীন  দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজারী মাদরাসার ১২২তম বার্ষিক দীনি মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন আজ (৬জানুয়ারি) জোহর নামাজের পর থেকে শুরু হবে।

জামিয়া সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মাহফিলের তারিখ ৭ই জানুয়ারি শুক্রবার একদিন হিসেবে ঘোষণা করা হলেও প্রতি বছরের ন্যায় এবারও আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

জামিয়াসূত্রে আরও জানা গেছে, প্রতি বছরের ন্যায় এ বছরও ২০২০-২১ শিক্ষাবর্ষে তাকমিল সমাপ্তকারী দুই সহস্রাধিক ফারেগীনকে 'দস্তারে ফজিলত' (সম্মানসূচক পাগড়ি) প্রদান করা হবে।

এদিকে মাহফিলকে সামনে রেখে জামিয়ার বিল্ডিং ও চারপাশ নতুন করে সাজালেও সবার মাঝে রয়েছে একটি বড় শূন্যতা।

জামিয়ার একাধিক শিক্ষার্থী আওয়ার ইসলামকে জানিয়েছে, এতো আয়োজনের পরও আমরা শূন্যতা অনুভব করছি। শত চেষ্টা করেও আল্লামা আহমদ শফী রহ., আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ., মুফতী আব্দুস সালাম চাটগামী রহ. এর দরদমাখা নসীহত শুনতে পাবো না। তাদের হাত থেকে পাগড়ি নিতে পারবো না। এ যেন সাজানো বাগান আছে কিন্তু মালিরা সবাই চলে গেছেন।

প্রতি বছরের ন্যায় এবারও মাহফিলের বিশাল প্যান্ডেলের কাজ করেছে জামিয়ার ইফতা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীরা।

ইফতা ১ম বর্ষের শিক্ষার্থী ইসমাইল খান জানান, আমরা মুফতী জসীমউদ্দিন সাহেবের তত্ত্বাবধানে ২৫ ডিসেম্বর থেকে কাজ শুরু করেছি। সর্বমোট ৭টি গ্রুপে কাজ করেছি। ইফতার শিক্ষার্থী কক্সবাজার চকরিয়ার মুহাম্মদ ও নোয়াখালীর শাহাদত হোসাইনের জিম্মাদারিতে আমরা দু’সপ্তাহে প্রায় সব কাজ সম্পন্ন করতে পেরেছি। মাহফিলের জন্য বিশাল সামিয়ানা, প্যান্ডেল ও স্টেজ পরিপূর্ণ প্রস্তুত করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ