মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

অমিক্রন: পুলিশ সদস্যদের প্রতি ২১ নির্দেশনা সদর দপ্তরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ও করোনাভাইরাসের নতুন ধরন ‘অমিক্রন’ থেকে সুরক্ষায় ২১ দফা নির্দেশনা দিয়েছে বাহিনীটির সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি অপারেশনস-২) মোহাম্মদ উল্ল্যা স্বাক্ষরিত বুধবার এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

যে ২১ নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো হলো- দায়িত্ব পালনের সময় প্রত্যেক পুলিশ সদস্যের অবশ্যই মাস্ক, গ্লাভস, হেড কভার ও ফেসশিল্ড পরিধান। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও দায়িত্ব পালন শেষে সাবান/হ্যান্ডওয়াশ দিয়ে হাত পরিষ্কার করা। কোডিড-১৯ উপসর্গ দেখা দিলে আইসোলেশন (বিচ্ছিন্নকরণ) সেন্টারে চিকিৎসা। দ্রুত সময়ের মধ্যে করোনার টিকা নেওয়া। পুলিশের সব ইউনিটে ‘নো মাস্ক নো সার্ভিস এবং নো মাস্ক অ্যান্ট্রি নির্দেশনা পালন।

কর্তব্যরত অবস্থায় শারীরিক দূরত্ব (অন্তত ৩ ফুট বা ১ মিটার) বজায় রাখা। হাঁচি-কাশির শিষ্টাচার ও স্বাস্থ্যবিধি মানা। সেবাগ্রহীতা ও দর্শনার্থীদের পুলিশ স্থাপনায় প্রবেশের সময় শরীরের তাপমাত্রা নির্ণয়, হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহার। প্রত্যেক পুলিশ সদস্যের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী (মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি) ব্যবহার নিশ্চিত করা। অভিযানে ব্যবহৃত অস্ত্র, হাতকড়া, রায়ট গিয়ার, হাতমাইক, মেটাল ডিটেক্টর, আর্চওয়ে যথাযথভাবে জীবাণুমুক্ত করা।

দায়িত্ব পালন শেষে আবাসস্থলে ঢোকার আগে পোশাক ও জুতা ভালোভাবে জীবাণুমুক্ত করা এবং সাবান দিয়ে গোসল করা। ডাইনিংরুম, ক্যানটিন, বিনোদনকক্ষ, রোল কল, ডিউটিতে যাওয়ার আগে ও ফেরার পর, সমাবেশস্থলে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীর ব্যবহার নিশ্চিত করা। উপসর্গ দেখা দিলে বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে দ্রুততম সময়ের মধ্যে কোভিড পরীক্ষার ব্যবস্থা করা।

আক্রান্ত পুলিশ সদস্যদের হাসপাতালে রেখে চিকিৎসার ব্যবস্থা করা। ইউনিট ইনচার্জকে জরুরি প্রয়োজনে আক্রান্ত পুলিশ সদস্যকে অন্যত্র স্থানান্তরে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ। ইউনিট ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তার নিজ ইউনিটের আক্রান্ত সদস্য ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা ও সহায়তা। হাজতখানা জীবাণুমুক্ত রাখা এবং হাজতে থাকাকালে কোডিডের লক্ষণ প্রকাশ পেলে অবিলম্বে তাকে পৃথক করে চিকিৎসকের পরামর্শ নেওয়া।

রেশন সামগ্রী, ওষুধ ইত্যাদি সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করা। করোনা সংক্রমণ প্রতিরোধে পুলিশ সদর দপ্তরের এসওপির নির্দেশনা অনুসরণ ও রোল কলে সচেতনতামূলক ব্রিফিং দেওয়া। সংক্রমণ–সংক্রান্ত নির্দেশনা যথাযথ ও আন্তরিকভাবে প্রতিপালন এবং সংশ্লিষ্ট ইউনিটে কর্মরত সব সদস্যের স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টিকার বুস্টার ডোজ গ্রহণ নিশ্চিত করা।

এ ছাড়াও চিঠিতে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় সব পুলিশ সদস্যের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ