বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

কেবল দাওয়াত ও তাবলিগই নবীওয়ালা কাজ? যা আছে দেওবন্দের ফতোয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: সম্প্রতি সৌদি আরবে তাবলিগের বিরুদ্ধে জুমার খুতবা দিতে খতীবদের প্রতি আহবান জানিয়েছে সেদেশের ইসলাম বিষয়ক মন্ত্রী। এ নিয়ে সারাবিশ্বেই বেশ আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে মাদারে ইলমী দারুল উলুম দেওবন্দ থেকেও নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করা হয়েছে। পাকিস্তানের বিরোধী দলীয় নেতা মাওলানা ফজলুর রহমান সেদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তাবলিগের মূল বিষয়টি তুলে ধরেছেন। বাংলাদেশের উলামায়ে কেরামও বিষয়টি নিয়ে বেশ সরব ভূমিকা রাখছেন। এমন পরিস্থিতিতেই এক ব্যক্তি দেওবন্দের  ওয়েবসােইটে জানতে চেয়েছেন, ‘কেবল দাওয়াত ও তাবলিগই কি নবীওয়ালা কাজ? বিষয়টি আসলে কী?

প্রশ্নকারী তার প্রশ্নে দুটি বিষয় জানতে চান। ‘এক. কিছু (তাবলীগী) লোক একথা বলে থাকেন যে কেবল দাওয়াত ও তাবলিগই নবীওয়ালা কাজ। শিক্ষা-দীক্ষা ও অন্তর পরিশুদ্ধি (পীর-বুযুর্গী) নবীর কাজ নয়।

দুই. দাওয়াত ও তাবলীগের কাজ হলো কাউকে সংশোধনের উপায়। কাউকে খুঁজে তার সাথে সম্পর্ক স্থাপন করার দরকার নেই। এসব কথার বাস্তবতা কি?’

জবাবে দারুল উলুম দেওবন্দ থেকে বলা হয়, ‘এগুলো সবই অজ্ঞতা ও চরমপন্থার কথা। নবীদের দাওয়াত ও তাবলিগের কাজ ছিলো কাফির ও মুশরিকদের মধ্যে। আর মানুষের অন্তর পরিশুদ্ধ করাও ছিল নবীজির অন্যতম উদ্দেশ্য।’

কুরআনুল কারীমে বলা হয়েছে, ‘তিনিই নিরক্ষরদের জন্য তাদের মধ্য থেকে একজন রসূল পাঠিয়েছেন, তিনি তাদের কাছে তাঁর আয়াত তিলাওয়াত করেন ও তাদের পবিত্র করেন।’

মোটকথা রাসূল সা. এর কাজ ছিল মানুষের অন্তরকে যাবতীয় খারাপ গুণাবলী থেকে পরিশুদ্ধ করা ও মানুষকে উত্তম নৈতিকতায় সুশোভিত করা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ