শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


১৫ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে ‘হিফযুল কুরআন ফাউন্ডেশন’র প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ প্রথবারের মতো আয়োজন করেছে দেশব্যাপী জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা। আগামী ১৫ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা ৬টায় ঢাকা উত্তরাস্থ ‘উত্তরা ক্লাবে’ এর উদ্বোধনী অনুষ্ঠান হবে।

জানা যায়, দুটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গ্রুপ ক: যেকোন ১০ পারা অনুর্ধ্ব ১৫ বছর। গ্রুপ খ: ধারাবাহিক যেকোন ৫ পারা অনুর্ধ্ব ১২ বছর।

প্রতিযোগিতায় অংশ নেয়ার নিয়মাবলি: এক. যেকোন প্রতিষ্ঠানের মাধ্যমে অবেদন করতে হবে।
দুই. জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কোন ছাত্র অংশগ্রহন করতে পারবে না।
তিন. প্রত্যেক প্রতিযোগীকে জেলা অডিশন কেন্দ্র থেকে ১০০ টাকার বিনিময়ে ফরম সংগ্রহ করতে হবে।
চার. দুইকপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্মনিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে আসতে হবে।

আপনার জেলায় অডিশন নিতে কেন্দ্রে যোগাযোগ করুন: ০১৭৫-১৮০০৪৭৮, ০১৭২-১৮২৬০৯২, ০১৬২-৭৩৫৯৯৯৩, ০১৭১-৪৫৭৬৫৮৪।

ঢাকা জেলার অডিশন ১৮ ডিসেম্বর (শনিবার) সকাল ৮টা থেকে উত্তরা মডেল হিফজুল কুরআন মাদরাসায় শুরু হবে। যোগাযোগ: হাফেজ মাওলানা সাঈদ আহমদ আজমী, ০১৭১-২৫১৬০০৪, ০১৬৮-০০৩৪২৪১, ০১৮৬-২১৫৯২৮৫।

ফাইনাল পর্ব: ১২ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৮টা থেকে এস.এস.আর. স্কুল এন্ড কলেজে শুরু হবে।

জানা যায়, আঞ্চলিক অডিশনে ৫ পারা গ্রুপে অংশগ্রহনকারীদের ১ম থেকে ৫ম পর্যন্ত ক্রেস্ট দেয়া হবে। প্রতিযোগী একশ’র উপরে হলে ৬ষ্ঠ থেকে ১০ম পর্যন্ত সান্তনা পুরস্কার দেয়া হবে।

জেলাভিত্তিক অডিশনে সর্বনিম্ম ৫জনকে ইয়েস কার্ড দেয়া হবে। ১ম, ২য়, ৩য় এর জন্য থাকছে আকর্ষণী ক্রেস্ট।

ফাইনাল পর্বে ১ম পুরস্কার ১ লক্ষ টাকা, তন্মধ্যে উস্তাদ পাবে ১০ হাজার টাকা। ২য় পুরস্কার ৫০ হাজার টাকা, তন্মধ্যে উস্তাদ পাবে ১০ হাজার টাকা। ৩য় পুরস্কার ৩০ হাজার টাকা, তন্মধ্যে উস্তাদ পাবে ৫ হাজার টাকা।

বিশেষ দ্রষ্টব্য: বিচারকমণ্ডলীর রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ