বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইফার ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, কওমি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বুয়েট শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ৪ উপদেষ্টার সমন্বয়ে কমিটি: ফাওজুল কবির খান সমমনা ইসলামি দলগুলোর বৈঠক, ঐক্য সম্প্রসারণের চিন্তা যমুনা অভিমুখে বুয়েট শিক্ষার্থীরা, পুলিশের টিয়ারশেল-জলকামানে ছত্রভঙ্গ নওগাঁয় অটোরিকশা চালক হত্যায় পাঁচজনের যাবজ্জীবন তত্ত্বাবধায়ক বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি আফতাবনগর মাদরাসায় সিরাতুন্নবী সা. মাহফিল কাল প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফের শাহবাগ অবরোধ আলোকিত সাইকেল পথ: পরিবেশবান্ধব প্রযুক্তিতে পোল্যান্ডের অনন্য উদ্যোগ

হেফাজত মহাসচিবের সুস্থতায় দেশবাসীর দোয়া চেয়েছেন আল্লামা ইয়াহইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈমান-আক্বিদাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূরুল ইসলাম জিহাদীর সুস্থতা ও বরকতময় হায়াতের জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন দারুল উলূম হাটহাজারী মাদরাসার মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া।

২৮ নভেম্বর রোববার গণমাধ্যমে প্রেরিত বার্তায় তিনি বলেন, মাওলানা নূরুল ইসলাম জিহাদী দেশের শীর্ষ আলেমদের অন্যতম। দ্বীনের স্বার্থে সকল প্রকার ত্যাগ স্বীকার করে ইসলাম, দেশ ও আলেম-ওলামাদের কারামুক্তির জন্য তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

এছাড়াও হেফাজতে ইসলামের ব্যানারে ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদি ষড়যন্ত্রের প্রতিরোধ এবং ঈমান-আক্বিদার সুরক্ষায় তিনি অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়ে আসছেন। পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষার স্বকীয়তার সুরক্ষা, উন্নয়ন ও প্রচার-প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর উপস্থিতি ও নেতৃত্ব এই দেশ ও উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।- বলেন, আল্লামা ইয়াহইয়া।

তিনি আরো বলেন, মাওলানা জিহাদী গতকালও নাস্তিক-মুরতাদদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ঢাকার প্রেসক্লাবে ওলামা মশায়েখ সম্মেলন করেছেন। এরপরই হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার আরো অবনতি হয়। বর্তমানে তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসকদের নিবীড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি দেশবাসীর কাছে তার সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করে বিশেষ দোয়া চাচ্ছি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ