বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফের শাহবাগ অবরোধ আলোকিত সাইকেল পথ: পরিবেশবান্ধব প্রযুক্তিতে পোল্যান্ডের অনন্য উদ্যোগ ডাকসুতে আচরণবিধি লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনার দাবি প্রেশার কখন মাপা উত্তম: স্বাস্থ্য সচেতনতায় সঠিক সময়ের গুরুত্ব ‘তরুণদের মধ্যে প্রবীণদের উপেক্ষার প্রবণতাটা খারাপ’  নওমুসলিমের হৃদয়ছোঁয়া গল্প : আলোকের পথে আত্মিক যাত্রা (প্রথম পর্ব) মরচে পড়া লোহা ও টিটেনাস: আতঙ্কের কারণ কী? আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে বেইলি ব্রিজ  স্থাপন ও দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন নজরুলের ইসলামি চেতনার পাঁচটি কবিতা জেদ্দায় খেলাফত মজলিস আমিরের সংবর্ধনা ও দোয়া মাহফিল

বিশেষ বিবেচনায় আল্লামা নূরুল ইসলাম জিহাদির দাফন হাটহাজারী কবরস্থানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী।।

হাটহাজারী প্রতিনিধি>

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদিকে হাটহাজারী মাদরাসার ছোট মসজিদ সংলগ্ন 'মাকবারাতুল জামিয়া'তে দাফন করা হবে। ইতোমধ্যে কবর খননের কাজও সিংহভাগ সম্পন্ন হয়েছে।

আজ সোমবার বাদ এশা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে নামাজে জানাযা শেষে তার মরদেহ হাটহাজারী মাদরাসায় আনা হবে বলে জানা গেছে।

জামিয়া সূত্রে জানা গেছে, আল্লামা নুরুল ইসলাম জিহাদি ছিলেন হাটহাজারী মাদরাসার একজন প্রভাবশালী শুরা সদস্য। এছাড়া হাটহাজারী মাদরাসার যেকোন দুর্দিনে ও সমস্যা সমাধানে পাশে ছিলেন আল্লামা জিহাদি। এছাড়া কবরস্থানের জায়গাটি হাটহাজারী মাদরাসার জন্য নেওয়ার ক্ষেত্রে উনার বিশেষ অবদান ছিল। তাই বিশেষ বিবেচনায় তাঁকে হাটহাজারী মাদরাসার কবরস্থানে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী আওয়ার ইসলামকে বলেন, আল্লামা জিহাদিকে হাটহাজারীতে দাফনের ব্যাপারে জামেয়ার শিক্ষকদের বৈঠকে হয়। উনি হাটহাজারী মাদরাসার শুরা সদস্য ও সাবেক শিক্ষার্থী। জামেয়ার প্রকৃত হিতাকাঙ্ক্ষী। এসব বিবেচনায় আল্লামা জিহাদিকে হাটহাজারীতে দাফন করা হবে।

প্রসঙ্গত, 'মাকবারাতুল জামিয়াতে' এ পর্যন্ত জামেয়ার মহাপরিচালক, শাইখুল ইসলাম এবং সিনিয়র শিক্ষকদের দাফন করা হয়েছে। এখানেই শুয়ে আছেন, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. , শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. ও মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ.।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ