বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ওয়াই-ফাইয়ের রেডিয়েশন, স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? মৌসুমি সবজির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষকরা : স্বরাষ্ট্র উপদেষ্টা ‘নির্বাচনের রোডম্যাপ কালই ঘোষণা হতে পারে’ ‘একই স্থানে মসজিদ-মন্দিদের জমি প্রদান প্রমাণ করে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ’ আন্তর্জাতিক স্কলার্স সেমিনারে বাংলাদেশ ও ব্রিটেনের প্রতিনিধি ড. মাওলানা শুয়াইব আহমদ গাজীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি দিল প্রকৌশল শিক্ষার্থীরা জাতিসংঘের কার্যালয় স্বাধীন বাংলাদেশের জন্য হুমকি: জমিয়ত সভাপতি  ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গঠনে পিআর পদ্ধতির বিকল্প নেই : আহমদ আবদুল কাইয়ূম ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী মহাসম্মেলন শুক্রবার

সিরিয়ায় গ্র্যান্ড মুফতির পদ বিলুপ্ত ঘোষণা করলো বাশার আল আসাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল-আসাদ দেশের বহুদিন ধরে চলে আসা গ্র্যান্ড মুফতির পদ বিলুপ্ত ঘোষণা করেছেন।

গতকাল সোমবার একটি ডিক্রি জারি করে বিশেষ আইন পরিষদের ক্ষমতা প্রয়োগ করে এ পদ বিলুপ্ত ঘোষণা করেছেন।

জানা যায়, বাশার আল-আসাদ ২৪ নং লেজিসলেটিভ ডিক্রি জারি করেছেন, যা প্রজাতন্ত্রের গ্র্যান্ড মুফতির নাম দেওয়া এনডোমেন্টস মন্ত্রকের কাজ পরিচালনাকারী আইনের ৩৫ ধারা বাতিল করার শর্ত দেয়।

নতুন আদেশটি এনডোমেন্টস মন্ত্রকের ফিকহ কাউন্সিলের ক্ষমতাকেও শক্তিশালী করে, যার নেতৃত্বে একজন মন্ত্রী থাকবেন এবং মুফতির একজন সদস্য থাকবেন।

প্রেসিডেন্সিয়াল ডিক্রি কাউন্সিলকে মুফতিদের উপর অর্পিত কাজগুলি অর্পণ করে। এর মধ্যে রয়েছে চন্দ্র মাসের শুরু এবং শেষের তারিখ নির্ধারণ, চাঁদ দেখার প্রমাণ এবং ইসলামি নানান আইনশাস্ত্রের রায় ঘোষণা করা। ফতোয়া জারি করা এবং ফতোয়া দেওয়ার মান ও পদ্ধতি তৈরি করা।

এটিই প্রথম নয়, এর আগেও আসাদ সরকার ইসলামিক আইন ও মুফতির বিষয়ে আইন পরিবর্তন করেছেন। ২০১৮ সালে তিনি মুফতির জন্য তিন বছরের মেয়াদ নির্ধারণ করে একটি আইন পাস করেন।

কেউ কেউ মনে করেন, কুরআনের আয়াতের ব্যাখ্যায় সরকার ও মুফতিয়ানে কেরামের মধ্যে মতপার্থক্য রয়েছে। মুফতি হাসানের কুরআনের একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে ফিকহ সায়েন্টিফিক কাউন্সিল কর্তৃক জারি করা কঠোর প্রতিক্রিয়ার কয়েকদিন পরই আসাদ সরকার গ্র্যান্ড মুফতির পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়। সূত্র: আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ