সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের রূপসায় হাতপাখার গণসংযোগে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না : নেতানিয়াহু বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৫: জীবন রক্ষায় সচেতনতার নতুন অঙ্গীকার মাওলানা ফজলুর রহমানের সিলেট আগমন উপলক্ষে ইস্তেকবাল প্রস্তুতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস–ট্রাকের সংঘর্ষে নিহত ৪ সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে ইসলামী আন্দোলনের ১২টি প্রস্তাবনা অপরাধ কমাতে প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা: ড. এম এ কাইয়ুম জমিয়তের সুধী সমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা

টিকা আবিষ্কারে অবদান রাখায় মুসলিম দম্পতিকে গ্রিসের বিশেষ পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার টিকা উদ্ভাবনে বিশেষ অবদান রাখায় মুসলিম দম্পতি উগুর শাহিন ও ওজলেম তুরেসিকে বিশেষ পুরস্কারে সম্মানিত করেছে গ্রিস।

তুর্কি বংশোদ্ভূত এই মুসলিম দম্পতি বর্তমানে জার্মান নাগরিক। গত বুধবার (১৩ অক্টোবর) তাঁদের গ্রিসের ‘ইমপ্রেস থিওফানো প্রাইজ’ দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গ্রিক প্রেসিডেন্ট ক্যাটেরিনা সাকারানাপুলু বলেন, ‘বিখ্যাত বিজ্ঞানী দম্পতিকে ইমপ্রেস থিওফানো প্রাইজ দিতে পেরে আমরা খুবই আনন্দিত। জীবন ও বিজ্ঞানকে তাঁরা একসঙ্গে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করছেন।’

জার্মান সরকারও শাহিন ও তুরেসি দম্পতিকে টিকা আবিষ্কারের জন্য সর্বোচ্চ ‘অর্ডার অব মেরিট’ সম্মাননা পুরস্কার দেয়। জার্মান প্রেসিডেন্টের সরকারি বাসভবন বেলভাই প্রাসাদে তাঁদের হাতে সম্মাননা তুলে দেন প্রেসিডেন্ট ফ্রাংক ওয়াল্টার স্টেইনমিয়ার। ২০০৮ সালে শাহিন ও তুরেসি নিজস্ব ফার্মাসিউটিক্যাল কম্পানি বায়ো-এনটেক প্রতিষ্ঠা করেন, যা যুক্তরাষ্ট্রের ওষুধ কম্পানি ফাইজারের সঙ্গে মিলে ‘ফাইজার-বায়োএনটেক’ নামে করোনার প্রথম টিকা আবিষ্কারের ঘোষণা দেয়। ফাইজারের টিকা করোনা প্রতিরোধে ৯০ শতাংশের বেশি কার্যকর।

অত্যাধুনিক এমআরএনএ প্রযুক্তির ওপর নির্ভর করে তাঁরা এই টিকা আবিষ্কার করেন। তুরস্ক থেকে জার্মানিতে ১৯৬০-এর দশকে আসা অভিবাসী পরিবারে শাহিন ও তুরেসি জন্ম নেন। তাঁরা চিকিৎসা বিষয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে ক্যান্সার চিকিৎসা, আণবিক জীববিদ্যা ও টিকা প্রযুক্তি নিয়ে গবেষণায় বিশেষ সাফল্য দেখান। সূত্র : হুরিয়াত

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ