বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জের সায়দাবাদে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার সায়দাবাদ এলাকার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপপরিদর্শক ছানোয়ার হোসেন জানান, একটি প্রাইভেটকার সয়দাবাদ এলাকায় অরক্ষিত রেললাইন পারাপার হওয়ার সময় রেললাইনে চাকা আটকে যায়।

এ সময় ঢাকা থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশনগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারে থাকা দুইজন পুরুষ পালিয়ে যায়। পরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ