বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

রোমানিয়ায় হাসপাতালে আগুন লেগে ৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রোমানিয়ার একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার (১ অক্টোবর) বন্দর নগরী কন্সটানটার হাসপাতালটিতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে আল জাজিরা জানিয়েছে, এক বছরের কম সময়ে তৃতীয়বারের মতো দেশটিতে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টার দিকে হাসপাতালটির করোনা ইউনিটে আগুন লাগে। এতে ৯ জন মারা যান। এ সময় অন্য রোগীদের দ্রুত বের করেন ফায়ারসার্ভিস কর্মীরা।

দেশটির অন্তর্বর্তী স্বাস্থ্যমন্ত্রী অটিলা চেক ঘটনাটি নিশ্চিত করে বলেন, করোনা ইউনিটে ১০ রোগীসহ হাসপাতালটিতে ১১৩ জন ভর্তি ছিলেন। তবে কি কারণে এ অগ্নিকাণ্ড তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ