আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার বিশেস অধিবেশন শুরু হয়েছে। মজলিসে শুরার শেষে প্রেস ব্রিফিং করা হবে। সারাদেশে থেকে অন্তত দুই শতাধিক শুরা সদস্য এতে অংশ নেবেন। দলের কেন্দ্রীয় শুরার বৈঠক থেকে এমন ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
আজ (১ অক্টোবর) শুক্রবার রাজধানীর বাদ জুমা পুরানা পল্টনের কালভার্ট রোডস্থ সিগাল রেস্টুরেন্টে এ অধিবেশন শুরু হয়। এর আগে শুক্রবার সকালে রাজধানীর বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক সম্পন্ন হয়েছে।
দেশের সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদ খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসানের সঞ্চালনয়ায় বৈঠকে উপস্থিত আছেন, সিনিয়র নায়েবে আমীর, অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, নায়েবে আমীরহাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাছিত আজাদ, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, যুগ্মমহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জাল হোসাইন মিয়াজী, এডভোকেট মিজানুর রহমান, মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, পরিবেশ বিষয়ক সম্পাদক মাওলানা শামসুজ্জামান চেীধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, শিক্ষা বিষয়ক সম্পাদক- অধ্যাপক আবু সালমান, উলামা বিষয়ক সম্পাদক মুফতি ওযায়ের আমীন, সহ-বায়তুলমাল সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফয়জুল ইসলাম, সহ- প্রচার, তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক- প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, উত্তরের সভাপতি অধ্যাপক ডা. আরএইচ রিফাত দক্ষিণের সভাপতি এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন, উত্তরের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।
গত আগস্ট মাসেই আলোচনায় ছিল বাংলাদেশ জাতীয়তবাদী দল-বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়ে দিচ্ছে খেলাফত মজলিস। সেই আলোচনা এখন জোরালো হয়ে উঠেছে দলটিতে। দীর্ঘদিন ধরেই বিএনপি-জোট নিষ্ক্রিয় ও অকার্যকর। আর এই জোটে থাকার রাজনৈতিক মূল্যায়নও পায়নি মজলিস। ২০১৯ সালে দলের মজলিসে শুরার বৈঠকেই বিএনপি জোট থেকে বেরিয়ে আসার মৌলিক সিদ্ধান্ত ছিল। ওই সিদ্ধান্ত এখন চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে জানানোর পরিকল্পনা রয়েছে দলটির।
-কেএল