বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ফেনীতে ইমামকে মোটরসাইকেল কিনে দিলেন কাউন্সিলর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমায়ের আহমেদ।।

ফেনী সদর উপজেলার পাঠানবাড়ি জামে মসজিদে দীর্ঘ ১৬ বছর ধরে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন মাওলানা মিজানুর রহমান। নিয়মিত তিনি মোটরসাইকেলে করে মসজিদে যাতায়াত করেন। সম্প্রতি তার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নেয় কিছু দুর্বৃত্ত। এরপর পায়ে হেঁটে মসজিদে যাতায়াত করতে শুরু করেন তিনি।

পায়ে হেঁটে মসজিদে ইমাম সাহেবের যাওয়া-আসায় কষ্টের কথা চিন্তা করে এলাকার কাউন্সিলর খালেক খান পাঠান মাওলানা মিজানুর রহমানকে একটি মোটরসাইকেল উপহার দেন।

কাউন্সিলরের এই ভালবাসায় আপ্লুত ইমাম মাওলানা মিজানুর রহমান। তিনি বলেন, গত ১৬বছর ধরে এই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছি। গত মাসে দুর্ঘটনাবশত আমার মোটর সাইকেলটি হারিয়ে যায়।
তবে আমার কষ্টের কথা বিবেচনা করে কাউন্সিলর সাহেব আমাকে একটি মোটরসাইকেল উপহার দেন।

তিনি বলেন, এটা আমার প্রতি এলাকার যুবক শ্রেণীর একান্ত ভালোবাসা বহিঃপ্রকাশ। আমি তাদের এই ভালবাসায় আপ্লুত।

এদিকে এলাকার কাউন্সিলর খালেক খান পাঠান বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে আমাদের এলাকায় ইমামতির দায়িত্ব পালন করছেন মাওলানা মিজানুর রহমান। স্বভাবতই তার সাথে একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। তিনি আমাদেরকে অন্তর থেকে ভালবাসেন আল্লাহ তা'আলার জন্য। কিছুদিন আগে ফজরের পরে দূর্ঘটনাবশত তার মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এরপর মসজিদে যাতায়াতে তার কষ্টের কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা একটি মোটরসাইকেলের ব্যবস্থা করে দেই ইমাম সাহেবকে।

মসজিদের সহ-সভাপতি নুরুল্লাহ খান পাঠান বলেন, আমাদের কাউন্সিলর ইমাম সাহেবকে মোটরসাইকেল হাদিয়া দিয়েছেন। এটি অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, যদি আমাদের সব এলাকায় কাউন্সিলররা এভাবেই কাজ করে যান তাহলে তা ইসলাম এবং দেশের জন্য উপকার বয়ে আনবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ