বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

চবিতে বন্ধ হলে সিট দখল নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের মারামারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আহত হন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে এ মারামারির ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের মো. সাব্বির ও একই সেশনের দর্শন বিভাগের মো. সীমান্ত। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিবাদমান শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের ভিএক্স গ্রুপ ও একাকার গ্রুপ উভয়ই চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের একটি কক্ষ দখল নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয় ভিএক্স গ্রুপ ও একাকার গ্রুপের কর্মীদের মধ্যে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোহরাওয়ার্দী হলে থাকা একাকার গ্রুপের কর্মী সাব্বির ও সীমান্তকে মারধর করে ভিএক্স গ্রুপের কর্মীরা।

এ বিষয়ে একাকার গ্রুপের নেতা সালেহ আকরাম বাপ্পি বলেন, ‘গভীর রাতে আমাদের ঘুমন্ত জুনিয়র কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে ভিএক্সের কর্মীরা। আমরা রবিবার প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেব।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দূর্জয় বলেন, জুনিয়রদের মধ্যে হাতাহাতি হয়েছে বলে শুনেছি। বিষয়টা রাতেই সমাধান হয়ে গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রদের মধ্যে ঝামেলা হয়েছিল। আমরা রাতে মীমাংসা করে দিয়েছি। লিখিতভাবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ