শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

তালেবানের বিষয়ে নাক গলাবে না রাশিয়া: পুুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর আগ্রহ নেই রাশিয়ার। যদি কেউ এ বিষয়ে কথা বলে তাহলে তাদের সঙ্গে কোনো কথা নেই। রাশিয়া চায়, তালেবান মানবিক আচরণ করে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে কূটনৈতিকভাবেই সব সমস্যা সমাধান করুক।

শুক্রবার রাশিয়ার ইস্টার্ন ইকোনমিক ফোরামের এক সেমিনারে তিনি এসব কথা বলেন। খবর এএফপির।

আফগানিস্তানের বিভিন্ন পরিবার ও সমাজের মানুষের কাছে শীঘ্রই তালেবান যাবে, তাদের সঙ্গে কথা বলবে। তাদের জন্য এটি খুবই সহজ।

মার্কিন সামরিক বাহিনী ও তাদের মিত্ররা গত মাসে (৩১ আগস্ট) আফগানিস্তান থেকে প্রত্যাহারের মাধ্যমে তাদের ‘চরম বিপর্যয়কর’ অবস্থা শেষ করেছে। তিনি বলেন, তারা দেড় ট্রিলিয়ন ডলার তাদের ক্যাম্পেইনে খরচ করে এই ফলাফল পেল? এখন সেখানে তাদের আর কেউ নেই।

তালেবান ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে রাশিয়ার কাবুলের রাষ্ট্রদূত তালেবান প্রতিনিধিদের সঙ্গে অনেকবার বৈঠক করেছে। আর মস্কো জানিয়েছে, আফগানিস্তানে তাদের দূতাবাস চালু থাকবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ