শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫৫ জন হাসপাতালে, মৃত্যু ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ২৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ২২ জন ঢাকার বাইরে এবং ২৩৩ জন ঢাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১১ হাজার ২৩৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৪৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৫৫ জনের মধ্যে ২২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৮৮০ জনের। এর আগে, আগস্ট মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছে সাত হাজার ৬৯৮ জনের। গত জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

বর্তমানে রাজধানী বিভিন্ন হাসপাতালে এক হাজার ১২০ জন ও ঢাকার বাইরে ১৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ