বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে পাক-আফগান এক টাকা কেজিতে গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ  খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন : আইন উপদেষ্টা

‘কোরআন শরীফ না বুঝে পড়লে কোন লাভ নেই' উক্তিটি কতটুকু সঠিক?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা।।

কোরআনুল কারীম বুঝে পড়া জরুরী। প্রত্যেক মুসলমানেরই উচিৎ কোরআন শরীফ বুঝার চেষ্টা করা। কিন্তুু তারমানে এই না যে কোরআন শরীফ না বুঝে পড়লে কোন লাভই হবেনা।

আমাদের কিছু ভাই আছেন যারা এ মতবাদ প্রচার করে থাকেন যে,কোরআন শরীফ না বুঝে পড়লে কোন লাভ হবে না। তাদের এ প্রচারণা প্রভাবিত হয়ে অনেকেই ভুল বুঝাবুঝির শিকার হন।

কেউ কেউ তো আরেকটু আগ বেড়ে বলেন না বুঝে পড়লে নাকি কোন সওয়াবই হবে না! তাদের এসব দাবী পুরোপুরি কোরআন,সুন্নাহ,ইজমা কিয়াস ও বাস্তবতা বিবর্জিত। কোরআন ও সুন্নাহ ভালভাবে অধ্যয়ন করলে দেখার এ বক্তব্যের অসারতা প্রমাণিত হয়ে যাবে। কারণ কোরআনুল কারীমের বহু আয়াত আছে যেগুলোর অর্থ বুঝা অসম্ভব। তাহলে অসম্ভব জিনিসের নির্দেশনা আল্লাহ তায়ালা দিতে পারেন?

একই ভাবে হাদিস শরীফে না বুঝে পাঠ করলেও সওয়াবের কথা পাওয়া যায়। সুতরাং বুঝা গেল সমাজে একশ্রেণীর ভাইদের বহুল প্রচলিত উক্তি কোরআনুল কারীম না বুঝে পড়লে কোন লাভ নেই এ কথাটি সঠিক নয়।

আরও দু:খজনক ব্যাপার হল,উলােমায়ে কেরাম যখন সঠিক মাসয়ালা তুলে ধরার চেষ্টা করছেন তখন তাদেরকে ভিন্নভাবে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে। তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে।

আল্লাহ তায়ালা আমাদেরকে এসব কাজ থেকে হেফাজত করুন। দ্বীনের প্রতিটি বিষয়কে যথা নিয়মে জানার, মানার ও আমল করার তাওফীক দান করুন।

লেখক: প্রধান মুফতি ও মুহতামিম, জামিয়া ইসলামিয়া বাউনিয়াবাদ, মিরপুর, ঢাকা। খতিব, সাইন্সল্যাবরটরি কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ