শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


আফগানিস্তান প্রসঙ্গে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমানে বহুল আলোচিত আফগান প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, ‘আফগানিস্তানের ইতিহাস বাংলাদেশে দেখিয়ে কোনো লাভ নেই। এ বিষয়ে কে কী স্ট্যাটাস দিল তা দেখার সময় নেই। মনে রাখতে হবে, এটা বঙ্গবন্ধুকন্যার বাংলাদেশ। এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আর কোনো আস্ফালনকারী আস্ফালন করবে, হত্যাকাণ্ড করবে, নৈরাজ্য করবে আমরা বেঁচে থাকতে তা হতে দেব না। শোক দিবসে এটাই আমাদের দীপ্ত শপথ।’

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে পাকিস্তানিরা জয়ী হয়েছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে যারা বাংলাদেশের মুক্তি সংগ্রামের বিরোধীতা করেছিল, ১৫ আগস্ট তারা প্রত্যেকেই উল্লাসিত হয়েছিল।

জাতির পিতার খুনিদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এ প্রজন্ম যারা ‘৭১ এর পরে জন্মগ্রহণ করেছি, যারা ‘৭৫ এর ১৫ আগস্টে ছোট্ট শিশু ছিলাম, আমরা চিৎকার করে বলতে চাই- মূল খুনির বিচার এখনো হয় নাই। আমাদের সন্তানদের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশ যারা বিনির্মাণ করতে চান, তাদের জন্য খুনির মুখোশ উন্মোচন করতেই হবে এবং আমরা তা করবই করব।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ