শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


রাজধানীতে ১৪ দিনে গ্রেপ্তার ৬২৯৪, কোটি টাকা জরিমানা আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনা নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের ১৪ দিনে রাজধানীতে অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়ায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ৬ হাজার ২৯৪ জন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই তথ্য জানানোর পাশাপাশি বলেছে, এই ১৪ দিনে ২ হাজার ৩৬০ জনকে মোট ২৮ লাখ ১৪ হাজার ১০৫ টাকা জরিমানাও করা হয়েছে।

এছাড়াও বৃহস্পতিবার (৫ আগস্ট) ৩৮৫ জনকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়। অধিকাংশ ক্ষেত্রেই জরিমানা দিয়ে ছাড়া পান তারা।

ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম জানিয়েছেন, লকডাউনের ১৪ দিনে ৬ হাজার ৫০টি গাড়িকে মোট এক কোটি ৩১ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ