রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ।। ৩০ কার্তিক ১৪৩২ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭


কিশোরগঞ্জের পাঁচ হেফাজত নেতা-কর্মীর মুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: হেফাজতের মামলায় গ্রেফতার কিশোরগঞ্জের পাঁচ হেফাজত নেতাকর্মী মুক্তি পেয়েছেন। আজ সন্ধ্যায় তাদের জামিনে মুক্তি দেন কিশোরগঞ্জ জেলা জর্জকোর্ট বিচারক প্যানেল।

মুক্তি পাওয়া নেতারা হলেন, কিশোরগঞ্জের আশরাফুল উলুম মাদরাসা বোরগাও, তাড়াইল, কিশোরগঞ্জের মুহতামিম মাওলানা শহিদুল ইসলাম, কিশোরগঞ্জ কটিয়াদী মোরগ মহল মসজিদের খতীব মাওলানা তাজুল ইসলাম, স্থানীয় হেফাজত কর্মী মো. সুমন, মো. সোহেল ও মো. কবীর।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬ টায় কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা জমিয়তের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাওলানা মুহাম্মদুল্লাহ জামী।

মুক্তি শেষে হেফাজত নেতা-কর্মীদের বরণ করে নেন কিশোরগঞ্জের এ নেতা। এর আগে গত মে মাসে তাদের গ্রেফতার করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ