আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মদসহ অভিনেত্রী পরীমনিকে আটক করেছে র্যাব।
বুধবার বিকাল সাড়ে ছয়টার দিকে তাকে আটক করে র্যাব। অভিযানে থাকা এলিট ফোর্সটির একাধিক সদস্য এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে বুধবার বিকাল পাঁচটার কিছু সময় আগে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর বনানীতে পরীমনির বিলাসবহুল বাড়িতে অভিযান শুরু করে র্যাব।
অভিযানে থাকা র্যাবের একাধিক কর্মকর্তা বলেন, আমরা পরীমনির বাড়ির প্রতিটি রুম তল্লাশি করছি। সেখানে বিপুল পরিমাণ মদ পাওয়া গেছে। তাকে আটক করা হয়েছে। তবে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
-এএ