শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সহধর্মিণীর ইন্তেকালে হেফাজত আমীরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, জামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সহধর্মিণীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ বুধবার (৪ আগস্ট) সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় আমীরে হেফাজত বলেন, মরহুমা আমার আপন বড় মামী। তিনি একজন নেককার ও সতীসাধ্বী দীনদার নারী ছিলেন। আমাকে তিনি অনেক বেশি স্নেহ ও মায়া করতেন। ভাগ্নে হিসেবে আমি তার অনেক সোহাগ পেয়েছি। ছোটবেলায় তিনি আমাকে কোলেপিঠে নিয়ে লালন-পালন করেছেন। পারিবারিকভাবে আজ আমরা একজন অভিভাবক ও মুরুব্বি হারালাম। তার ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত।

আল্লামা বাবুনগরী আরও বলেন, আমার মামী বহুগুণের অধিকারী একজন মহীয়সী নারী ছিলেন। ভাগ্নে-ভাগ্নীদের তিনি আলাদা স্নেহ-মমতা করতেন। আত্মীয়তার বন্ধন রক্ষায় তিনি ছিলেন বিশেষ গুরুত্ববান। পুত্রবধূদের জন্য তিনি ছিলেন একজন আদর্শ ও অনুসরণীয় শাশুরী। নিজের মেয়েদের মতো পুত্রবধূদের স্নেহ, মায়া করতেন।

তিনি আরও বলেন, মরহুমা-আমার নানা আরেফ বিল্লাহ আল্লামা শাহ হারুন বাবুনগরী (রহ.) এর বড় পুত্রবধূ। ছেলে-মেয়েদের জন্য তিনি ছিলেন একজন আদর্শ মা। তিন ছেলে ও আট মেয়ের জননী তিনি। ছেলেদের সকলকেই আলেম বানিয়েছেন। বড় ছেলে মাওলানা আইয়ুব, বাবুনগর মাদরাসার সহকারী পরিচালক ও অপর দুইছেলে মাওলানা মহিউদ্দিন ও মাওলানা মুঈনুদ্দীন বাবুনগর মাদরাসার সিনিয়র শিক্ষক হিসেবে ইলমের খেদমত করছেন। মরহুমার মেয়েদের জামাতারাও সবাই আলেম । তার নাতি-নাতনীদের মধ্যেও অনেকে আলেম-হাফেজ হয়ে দ্বীনি খিদমাতে রত আছেন। তিন ছেলে ও নাতি-নাতনিদের আলেম হওয়ার পেছনে তার বিশেষ ভূমিকা রয়েছে। এই মহীয়সী নারী তাঁর ৭৮ বছরের বর্ণাঢ্য হায়াতে পারিবারিক কাজকর্মের বাইরে দ্বীনের খিদমাতে বহু অবদান রেখে গেছেন।

মরহুমার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, আমার মামীর রুহের মাগফিরাত ও দারাজাত বুলন্দির জন্য দেশবাসীর নিকট দুআ চাই। পাশাপাশি মহান প্রভুর দরবারে আমি কায়মনোবাক্যে দোয়া করি, আল্লাহ তায়া’লা তাঁর ক্রুটি বিচ্যুতি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ