এইচ এম জুনাইদ: হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সহধর্মিণী গুরুতর অসুস্থ।
আজ মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে তাকে চট্টগ্রাম সার্জিস্কোপ হসপিটালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
৭৪ বছর বয়সী এই মহীয়সী নারী দীর্ঘদিন ধরে কিডনি, পায়ের ফুলা, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছেন।
তার পরিপূর্ণ সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর নিকট দুআ চেয়েছেন বড় ছেলে বাবুনগর মাদরাসার সহকারী পরিচালক মাওলানা আইয়ুব বাবুনগরী।
এমডব্লিউ/