রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল!

বিয়ের অনুষ্ঠানে আসাদ বাহিনীর হামলা, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার ইদলিবে নববিবাহিত এক আত্মীয়কে শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছিলেন অতিথিরা। সেখানেই কামানের গোলা নিক্ষেপ করে আসাদ বাহিনী। এতে শিশুসহ পাঁচজন নিহত হন।

ব্রিটিশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রোববার এ তথ্য জানায়। খবর আরব নিউজের।

খবরে বলা হয়, নিহত পাঁচ জনের মধ্যে দুই শিশুও রয়েছে। ইদলিব প্রদেশের ইহসিম শহরে শনিবার এ হামলা চালায় সরকারি বাহিনী। এ প্রদেশ আসাদবিরোধীদের সর্বশেষ বৃহৎ ঘাঁটি।

ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য এএফপিকে বলেন, সদ্য বিয়ে করা এক পুরুষ আত্মীয়কে শুভেচ্ছা জানাতে ঘরে অতিথিরা এসেছিলেন।  এ সময় ঘরে কামানের গোলা নিক্ষেপ করা হয়।

একই দিনে সারজা গ্রামে রকেট হামলা চালায় সরকারপন্থি বাহিনী। এ হামলায় নিহত হয়েছে ছয়জন।

এ নিয়ে শুধু শনিবার সরকারি এবং সরকার সমর্থিত বাহিনীর হামলাই ইদলিবে ১১ জনের প্রাণ গেল।

শপথ নেওয়ার পর হামলা

সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা অঞ্চলগুলো ‘দখলে নেওয়ার’ প্রতিশ্রুতি দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে চতুর্থবারের মতো বাশার আল-আসাদ শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পর ইহসিমে হামলার ঘটনা ঘটল।

২০১১ সালে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন গৃহযুদ্ধে রূপ নেয়। এর পর থেকে প্রায় পাঁচ লাখ মানুষের প্রাণ গেছে এবং বাস্তুচ্যুস্ত হয়েছেন লাখ লাখ মানুষ। দেশের বিভিন্ন এলাকা এখনও বিদ্রোহীদের দখলে রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ইদলিব। বিদ্রোহীদের হাত থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় এ প্রদেশ পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সিরিয়া।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ