মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


রাজশাহী মেডিকেলে করোনায় প্রাণ হারালেন ২২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে। এর মধ্যে রাজশাহীর ১৪ জন, নওগাঁর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও ঝিনাইদহের একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৫ জন করোনা পজেটিভ, ১৬ জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৬ জন। এ নিয়ে ৪০৫ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৬২ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪০৬টি নমুনা পরীক্ষায় ১৬২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে রাজশাহীতে শনাক্তের হার ৩৯ দশমিক ৯০ শতাংশ।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৯টি নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ ফল আসে। শনাক্ত হার ৩৭ দশমিক ৯৩ শতাংশ। নওগাঁয় ১১৮টি নমুনায় ৭৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৬৩ দশমিক ৫৬ শতাংশ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ