নাজমুল হাসান সাকিব।।
পবিত্র কুরআনুল কারীম মানবজাতির জন্য পথনির্দেশক। পুরো কুরআনুল কারীম এর প্রত্যেকটি হরফে হরফে রয়েছে সাওয়াবের বিশাল ভান্ডার। পুরো কোরআনের মধ্যে বিশেষ কিছু এমন জায়গা আছে যেগুলোর ফজিলতও বিশেষ।
এগুলোর মধ্যে হতে কতক হলো- আয়াতুল কুরসী, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সুরা মুলক ইত্যাদি। এরই মধ্যে অন্যতম একটি হলো, সূরা দুখান।
হাদিসে সূরা দুখান পাঠ করার বেশকিছু ফজিলত এর কথা উল্লেখ করা হয়েছে। ১. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন- যে ব্যক্তি জুমার রাত্রিতে (বৃহস্পতিবার দিবাগত রাতে)
সূরা দুখান পাঠ করবে সকাল হওয়ার আগেই তার সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। ২. হযরত উমামা রা. হতে বর্ণিত রাসূল সা. বলেন- যে ব্যক্তি জুমার রাত্রিতে অথবা জুমআ'র দিন সুরা দুখান পাঠ করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। (কুরতুবী)
লেখক: আলেম, প্রাবন্ধিক ও গল্পকার।
-এটি
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        