বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল শরীরের মরা চামড়া উঠে গেলে অজু ভাঙবে? ভূমিকম্প হওয়ার আগে সতর্কবার্তা দেবে গুগল দেশবিরোধী অপশক্তির উস্কানি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান খেলাফত মজলিসের ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত পোস্টাল ব্যালটে ভোট দিতে তুমুল উদ্দীপনা, নিবন্ধন করলেন ৫৪ হাজারের বেশি প্রবাসী বাউলের আল্লাহদ্রোহী বক্তব্য আড়াল করে তৌহিদী জনতাকে দোষারোপ, ঈমানি চেতনায় সরাসরি আঘাত জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব দ্বীনিয়াত কেন্দ্রীয় মুআল্লিম ও মুআল্লিমা প্রশিক্ষণ কোর্স শুরু হচ্ছে ১৪ ডিসেম্বর ৫৪ বছর পর ইসলামকে রাষ্ট্র পরিচালনায় নেওয়ার সুযোগ কাজে লাগাতে হবে: পীর সাহেব চরমোনাই

‘টিকটক, পাবজি সামাজিক বিষফোঁড়া ছাড়া আর কিছুই নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টিকটক, লাইকি ও পাবজি সামাজিক বিষফোঁড়া ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম (এমপি)।

শনিবার (১২ জুন) ‘মাদক, কিশোর গ্যাং ও টিকটক- সমাজের তিন ব্যাধি রোধ করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি। দৈনিক যুগান্তর কার্যালয়ের কনফারেন্স রুমে গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, একটি পরিবারের সন্তান মাদকাসক্ত হয়ে পড়লে সেই পরিবারে যে অশান্তি নেমে আসে তা বর্ণনাতীত। কিশোর গ্যাংয়ের আদ্যোপান্ত নিয়ে গত কয়েক দিনে যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদনগুলো যা বলছে, তাতে আমি মনে করি কিশোর গ্যাং ও টিকটক ভিডিওর বিষয়ে সরকারের নীতি-নির্ধারক মহলকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আরও তৎপর হতে হবে। রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটি নিশ্চয়ই যথাসাধ্য কাজ করে যাচ্ছে। তবে তাদের কাজকে জনগণের কাছে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে হবে।

কোমলমতিদের এসব অপরাধ থেকে দূরে সরিয়ে রাখার বিষয়ে সালমা ইসলাম বলেন, করোনায় বিদ্যালয় বন্ধ থাকার কারণে ছেলে-মেয়েরা স্বাভাবিক রুটিনমাফিক চলছে না। তারা রাত জাগছে, মোবাইল ফোনে ইন্টারনেটে বেশি সময় দিচ্ছে। সন্তান কার সঙ্গে সময় কাটায়, মোবাইল ফোন-ল্যাপটপে কী করে- সেটি মনিটরিং করতে হবে। সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়েছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে বাবা-মায়ের। এ সময়টিতে অভিভাবকদের উচিত হবে সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়া, তাদের বেসিক শিক্ষা চালু রাখতে হবে।

কিশোর গ্যাংয়ের অপরাধ বিষয়ে সালমা ইসলাম বলেন, যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী- কিশোর গ্যাংগুলোকে আশ্রয় দিচ্ছে তাদের কথিত বড়ভাই। যাদের মাফিয়া বলা হচ্ছে। সবার আগে এ চক্রগুলোর মাফিয়াদের খুঁজে বের করতে হবে। আমি মনে করি, কিশোররা এসব গ্যাংয়ে জড়িত হয়ে পড়ার জন্য প্রথমত পরিবারই দায়ী। দ্বিতীয় অপরাধ করে পার পেয়ে যাওয়ায় এরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। আমি মনে করি, এদের কেউ কেউ গ্রেফতার হলে যারা তাদের ছাড়িয়ে আনতে যান তারাও সমান অপরাধী। এজন্য প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।

সালমা ইসলাম বলেন, এরই মধ্যে টিকটক ডিজিটাল অপরাধ মাথা চাড়া দিয়ে উঠেছে। অনেকে টিকটকের পক্ষে সাফাই গাইবেন। এর ভালো দিকগুলো তুলে ধরবেন। কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যমে আসা খবরে যা জেনেছি, তাতে আমি বিশ্বাস করি, এই টিকটক দিয়ে ভালো কিছু আশা করা যায় না। টিকটকে ভালো কিছু করার সুযোগ নেই। টিকটকের মতো আরেকটি মরণনেশা আমাদের তরুণ সমাজ ধ্বংস করে দিচ্ছে; সেটি হচ্ছে- ফ্রি ফায়ার ও পাবজি গেম। ছেলেমেয়েরা নেশার মতো এসব গেমে আসক্ত হয়ে পড়েছে। এসব গেম কোমলমতিদের মারপিট, দাঙ্গা-সন্ত্রাসে উদ্বুদ্ধ করছে। তাছাড়া অনলাইনে খেলতে গিয়ে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হচ্ছে তারা। এতে খুব দ্রুত সবার অজান্তেই একটি খারাপ নেটওয়ার্কে ঢুকে পড়ছে সন্তানরা।

‘এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব, টিকটক, পাবজির মতো যেসব গেম, অ্যাপস আমাদের তরুণ সমাজকে ধ্বংস করছে তা দ্রুত বন্ধ করুন বা নিয়ন্ত্রণে নিন। করোনা মহামারিতে এসব গেম সামাজিক বিষফোঁড়া ছাড়া আর কিছুই নয়। এসব বিষয়ে কম্প্রমাইস করা উচিত হবে না। সামাজিক দায়বদ্ধতা থেকে যুগান্তর মাদক, কিশোর গ্যাং ও টিকটকের দৌরাত্ম্য রোধে সুপারিশ করছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ