মাওলানা আমিমুল ইহসান
জনৈক ব্যক্তি দারুল উলুম দেওবন্দের ফতওয়া বিভাগে প্রশ্ন করেন, যদি আমি নিজের কিংবা স্ত্রী বা সন্তানের জন্মদিন অথবা বিবাহবার্ষিকী এভাবে পালন করি, ১। গরীবদের জন্য খাবার বিতরণ করি ২| সদকা দেই। ৩। নফল নামাজ পড়ি এবং অতীত ও ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া ইস্তেগফার করি ৪। একে অপরকে উপহার দেই তাহলে কি ইসলামি শরীয়তে ইহার অনুমতি আছে?
দারুল উলুম দেওবন্দের ফতওয়া বিভাগ থেকে নিম্নরূপ উত্তর প্রদান করা হয়, জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী পালন পশ্চিমাদের (ইহুদী,খ্রিষ্টান) থেকে আসা প্রচলন। ইসলামি শরীয়তে এর কোনাে স্থান নেই।
হযরত মুহাম্মদ সা. ও সাহাবায়ে কেরামদের সন্তান জন্মলাভ করেছে, তাদের বিবাহও হয়েছে কিন্তু কোনাে বর্ণনায় পাওয়া যায় না, তারা বছর অতিবাহিত হওয়ার সময়কালকে কোনাে বিশেষ গুরুত্বারােপ করেছেন। কিংবা আনুষ্ঠানিকভাবে জন্মদিন বা বিবাহবার্ষিকী পালন করেছে।
গরীবদেরকে খাবার খাওয়ানাে, সদকা দেয়া, নফল নামাজ পড়া, দোয়া ইস্তেগফার করা, উপহার দেয়া অবশ্যই সওয়াবের কাজ কিন্তু এই কাজগুলাে নির্দিষ্ট একটি দিনেই কেন করতে হবে? এক দুইদিন আগে কিংবা পরে। করবে যাতে করে পশ্চিমাদের রীতি অনুসরণ করা সাব্যস্ত না হয়। এখানে দারুল উলুম দেওবন্দ থেকে প্রকাশিত ফতওয়ার লিংক দেয়া হলাে।
-এটি
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        