মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
প্রতারণা করে অর্থ আদায়: ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’ শুরু অভিযানে বিএনপি নেতার মৃত্যু নিয়ে যা বলছে সেনাবাহিনী মজুদকারীদের উদ্দেশে মাওলানা আজহারীর কড়া বার্তা পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস শায়খ আহমাদুল্লাহর পরামর্শে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ চালু করছে সরকার বাংলাদেশি আলেমের হাতে অন্তিম মুহূর্তে হাসপাতালে কোরিয়ান বৃদ্ধের ইসলাম গ্রহণ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা

কাজে দক্ষতা বাড়াতে যে দোয়া পড়তে বললো দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: প্রবাদ আছে, কাজে দক্ষতা বাড়ালে কেউ বেকার থাকে না। আবার কাজ শিখলে কেউ ভাতে মরে না-গ্রামাঞ্চলে এমন কথাও শোনা যায়। আর কাজের দক্ষতা কে না বাড়াতে চায়? তাছাড়া আপনি যদি কাজে দক্ষ হন কিংবা যে কোনো কাজে হন পারদর্শী। তাহলে মালিকপক্ষ যেকোনো মূল্যে আপনাকে চাকরি দিতে ও কাজে নিতে বাধ্য।

তাই প্রতিযোগিতার এ সৃজনশীল পৃথিবীতে সবাই কাজে পারদর্শী হতে চায়। কিংবা বাড়াতে চায় নিজেদের দক্ষতা। এজন্য কতজনই তো কত কিছু করে! কেউ অভিজ্ঞতার ঝুলি নিয়ে নানান জায়গায় দৌড়ায়। কেউ বা আবার বস্তাভর্তি সার্টিফিকেট নিয়ে কর্মক্ষেত্রের দরজায় দরজায় ঘুরে বেড়ায়।

কিন্তু কাজে দক্ষতা না থাকায় মালিকপক্ষ নির্বাচন করতে পারেন না তাকে। এ নিয়ে কত খুনসুঁটি রয়েছে কতজনের; তা বলার অপেক্ষা রাখে না।

সম্প্রতি কাজে দক্ষতা বাড়াতে একটি বিশেষ দোয়া পাঠ করতে বলেছে দারুল উলুম দেওবন্দ। দেওবন্দের ওয়েবসাইটে জনৈক ব্যক্তি নিজের কাজের দক্ষতা বাড়াতে কি দোয়া পড়বো? এমন প্রশ্ন করে একটি চিঠি লিখে।

চিঠিতে প্রশ্নকারী লিখেন, ‘নিজের কাজ বা কর্মের মাঝে দক্ষতা বাড়ানোর জন্য কিছু দোয়া বলে দিন। যাতে করে দেমাগ খোলে যায় ও সে কাজ খুব সহজে বুঝে আসে।’

চিঠির উত্তরে দেওবন্দের ওয়েবসাইট থেকে বলা হয়, ‘প্রতিদিন  یَا مُغْنِیْ (ইয়া মুগনিউ) ১১০০ বার (এক হাজার একশত বার) পড়া যেতে পারে। এটা ছাড়াও یَا فَتَّاح (ইয়া ফাত্তাহু) এই দোয়াটি ১০১ বার (একশত এক বার) পড়া যেতে পারে। এভাবে الم نشرح (সূরা আলাম নাশরাহ) ও পড়তে পারেন।

আর বিশেষ করে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা অনেক বড় ফযিলতের বিষয়। এর মাধ্যমে আশা করা যায়, আল্লাহ তাআলার কাজের দক্ষতা বাড়িয়ে দিবেন। আপনি যে কাজই করতে যাবেন সেই কাজ সহজ করে দিবেন- ইনশাআল্লাহ।

নিয়মিত এসব আমল জারী রাখলে পাঠকারী খুব সহজেই অনুধাবন করতে পারবেন, কাজের সূচনা এবং শেষ। ক্রিয়া ও প্রতিক্রিয়া। লাভ ও লস। সবকিছুই আল্লাহ তায়ালা তার অন্তরে ঢেলে দেবেন বলে আশা করা যায় ইনশাআল্লাহ। তবে সবকিছু আল্লাহ তাআলাই ভালো জানেন।

দেওবন্দের ওয়েবসাইটে বর্ণিত ফতোয়ার লিঙ্ক: https://darulifta-deoband.com/home/ur/dua-supplications/604945

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ