শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

কাজে দক্ষতা বাড়াতে যে দোয়া পড়তে বললো দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: প্রবাদ আছে, কাজে দক্ষতা বাড়ালে কেউ বেকার থাকে না। আবার কাজ শিখলে কেউ ভাতে মরে না-গ্রামাঞ্চলে এমন কথাও শোনা যায়। আর কাজের দক্ষতা কে না বাড়াতে চায়? তাছাড়া আপনি যদি কাজে দক্ষ হন কিংবা যে কোনো কাজে হন পারদর্শী। তাহলে মালিকপক্ষ যেকোনো মূল্যে আপনাকে চাকরি দিতে ও কাজে নিতে বাধ্য।

তাই প্রতিযোগিতার এ সৃজনশীল পৃথিবীতে সবাই কাজে পারদর্শী হতে চায়। কিংবা বাড়াতে চায় নিজেদের দক্ষতা। এজন্য কতজনই তো কত কিছু করে! কেউ অভিজ্ঞতার ঝুলি নিয়ে নানান জায়গায় দৌড়ায়। কেউ বা আবার বস্তাভর্তি সার্টিফিকেট নিয়ে কর্মক্ষেত্রের দরজায় দরজায় ঘুরে বেড়ায়।

কিন্তু কাজে দক্ষতা না থাকায় মালিকপক্ষ নির্বাচন করতে পারেন না তাকে। এ নিয়ে কত খুনসুঁটি রয়েছে কতজনের; তা বলার অপেক্ষা রাখে না।

সম্প্রতি কাজে দক্ষতা বাড়াতে একটি বিশেষ দোয়া পাঠ করতে বলেছে দারুল উলুম দেওবন্দ। দেওবন্দের ওয়েবসাইটে জনৈক ব্যক্তি নিজের কাজের দক্ষতা বাড়াতে কি দোয়া পড়বো? এমন প্রশ্ন করে একটি চিঠি লিখে।

চিঠিতে প্রশ্নকারী লিখেন, ‘নিজের কাজ বা কর্মের মাঝে দক্ষতা বাড়ানোর জন্য কিছু দোয়া বলে দিন। যাতে করে দেমাগ খোলে যায় ও সে কাজ খুব সহজে বুঝে আসে।’

চিঠির উত্তরে দেওবন্দের ওয়েবসাইট থেকে বলা হয়, ‘প্রতিদিন  یَا مُغْنِیْ (ইয়া মুগনিউ) ১১০০ বার (এক হাজার একশত বার) পড়া যেতে পারে। এটা ছাড়াও یَا فَتَّاح (ইয়া ফাত্তাহু) এই দোয়াটি ১০১ বার (একশত এক বার) পড়া যেতে পারে। এভাবে الم نشرح (সূরা আলাম নাশরাহ) ও পড়তে পারেন।

আর বিশেষ করে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা অনেক বড় ফযিলতের বিষয়। এর মাধ্যমে আশা করা যায়, আল্লাহ তাআলার কাজের দক্ষতা বাড়িয়ে দিবেন। আপনি যে কাজই করতে যাবেন সেই কাজ সহজ করে দিবেন- ইনশাআল্লাহ।

নিয়মিত এসব আমল জারী রাখলে পাঠকারী খুব সহজেই অনুধাবন করতে পারবেন, কাজের সূচনা এবং শেষ। ক্রিয়া ও প্রতিক্রিয়া। লাভ ও লস। সবকিছুই আল্লাহ তায়ালা তার অন্তরে ঢেলে দেবেন বলে আশা করা যায় ইনশাআল্লাহ। তবে সবকিছু আল্লাহ তাআলাই ভালো জানেন।

দেওবন্দের ওয়েবসাইটে বর্ণিত ফতোয়ার লিঙ্ক: https://darulifta-deoband.com/home/ur/dua-supplications/604945

এমডব্লিউ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ