বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে নির্বাচন সুষ্ঠ করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ লিবিয়ায় বাংলাদেশীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব পাচারকারী গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

জম্মু-কাশ্মীরে ব্যাপক সেনা মোতায়েন, আশঙ্কা স্থানীয় নেতাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের উত্তরে এবং জম্মুর কিছু এলাকায় বিপুল সংখ্যক আধাসামরিক বাহিনী পৌঁছেছে। এতে স্থানীয় নেতাদের মধ্যে উদ্বেগের জন্ম নিয়েছে।

২০১৯ সালে এই অঞ্চলের বিশেষ মর্যাদাকে বাতিল করা এবং দুটি আলাদা ইউনিয়নে বিভক্ত হওয়ার পর এই প্রথম এতো বিপুল পরিমান সেনা এই অঞ্চলে মোতায়েন করা হলো।

স্থানীয় নেতারা বলছেন, এই অঞ্চলে এমন বিপুল সংখ্যক সেনা মোতায়েন বড় কিছু ঘটারই ইঙ্গিত বহন করে। তাই এ নিয়ে উদ্বেগের জন্ম হয়েছে। এছাড়াও এই অঞ্চলের বিশেষ মর্যাদার তুলে নেয়ার পরে আটক হওয়া কিছু রাজনৈতিক নেতা আবারও আটক হতে পারে বলে আশঙ্কা রয়েছে তাদের।

তবে এক ঊর্ধতন পুলিশ কর্মকর্তা বলেছেন, সৈন্য মোতায়েনের যে গুজব তৈরি হয়েছে এর কোনও সত্যতা নেই। পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য যাওয়া সেনারাই তাদের নিজস্ব ইউনিয়নে ফিরে আসছে।

পুলিশ মহাপরিদর্শক বিজয় কুমার বলেছেন, সম্প্রতি যেসব রাজ্যগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই সেনারা সেখান থেকে ফিরে আসছেন। তাদের পুনরায় নিয়োগ দেওয়া হচ্ছে। এটি নতুন কোন মোতায়েন নয়।

কর্মকর্তারা বলেছেন, জম্মু ও কাশ্মীর থেকে প্রায় ২০০ সংস্থার আধাসামরিক বাহিনীকে বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যগুলোতে প্রেরণ করা হয়েছিল, যার বেশিরভাগই নিয়োজিত ছিল পশ্চিমবঙ্গে। পঞ্চাশটি সংস্থার বাহিনী এক মাস আগে ফিরে আসলেও বাকিগুলো এখন ফিরে এসে নতুন করে কাজে যোগ দিচ্ছেন। সূত্র: এনডিটিভি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ