মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ ।। ১৭ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান না দেওয়ার অনুরোধ  ধর্মের নামে বাংলাদেশে আর রাজনীতি করা চলবে না: জয়নুল আবদিন ফারুক অসুস্থ নায়েবে আমিরের পাশে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতারা ১ লাখ ২০ হাজার হোম ক্যামেরা হ্যাক, ব্যক্তিগত মুহূর্তের ভিডিও বিক্রি উঠান থেকে শিশুকে নিয়ে গেলো শিয়াল, ঝোপে মিললো নিথর দেহ কেন ভোট থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জেলা আমির? ঝুঁকিতে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ! দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে কীভাবে দেশ চালাবে জানতে চেয়েছেন মার্কিন কর্মকর্তা আড়াই লক্ষাধিক মুসল্লির মোনাজাতে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা

ঐতিহ্যবাহী আবুলের লুঙ্গিতে আলেম ও দ্বীনদার উদ্যোক্তাদের জন্য বিশেষ ছাড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের লুঙ্গি জগতের এক ঐতিহ্যবাহী নাম ‘আবুল এর লুঙ্গি’। লুঙ্গির কালার যেমন উন্নত। মান তেমনি কোয়ালিটি সম্পন্ন। দেশের ঐতিহ্যবাহী এ ‘আবুল এর লুঙ্গি’তে সাধারণ আলেম-ওলামা ও দীনি উদ্যোক্তাদের জন্য বিশেষ ছাড় চালুর ঘোষণা দিয়েছে। পড়তে আরাম ও দেখতে সুন্দর লুঙ্গিগুলো এতোমধ্যে দেশব্যাপী বেশ ভালো সাড়া ফেলেছে। উন্নত কোয়ালিটি ও চমকপ্রদ আরামদায়ক লুঙ্গিতে সুনাম কুড়িয়েছেন তারা।

আবুলের লুঙ্গির কোয়ালিটি সম্পর্কে আবুল এর মালিক ও প্রোপাইটর জজ মিয়া বলছিলেন, আমাদের লুঙ্গিগুলো নিজস্ব কারখানায় তৈরি করা। কেউ যদি উন্নত মানসম্পন্ন লুঙ্গি নিয়ে ব্যবসা করতে চান। অথবা পাইকারি সরাসরি কারখানা থেকে মাল নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন। তিনি জানান, যারা দীনি উদ্যোক্তা ও আলেম-ওলামা আছেন তাদেরকে আমরা বিশেষ ছাড়ে আমাদের লুঙ্গিরগুলো দিয়ে থাকি।

এদিকে নতুন উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে আবুলের মালিক জনাব জজ বলছিলেন, কেহ যদি তাদের ব্যবসা নতুন করে শুরু করতে চান। তাহলে আমরা তাদেরকে অনেক বেশি হেল্প করে থাকি এবং তাদেরকে যত ধরনের সহযোগিতার প্রয়োজন আমরা তাদের করে থাকি।

আবুল এর লুঙ্গির নিজস্ব বিক্রয়কেন্দ্র রয়েছে গাউছিয়া মার্কেট-১ (নীচ তলা)। দোকান নং ১৬৩, ১৬৪। গলি নাম্বার ১১। শেখেরচর, বাবুরহাট, নরসিংদী। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন-01711114391

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ